Advertisement
৩০ এপ্রিল ২০২৪

মালদহে দুর্ঘটনায় মৃত্যু ২ মোটরবাইক আরোহীর

মেলা দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হাবিবপুরের মনসাতলার কাছে মালদহ-নালাগোলা রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন আমিন সোরেন (২২) এবং ভরত মুণ্ডা (২২)। দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন রহিম মুণ্ডা (২২) এবং পালু মাহাতো (২২)। পেশায় দিনমজুর ওই চার যুবকেরই বাড়ি মালদহের বুলবুলচণ্ডীর হাঁপানিয়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
হাবিবপুর শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ১৩:০৯
Share: Save:

মেলা দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হাবিবপুরের মনসাতলার কাছে মালদহ-নালাগোলা রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন আমিন সোরেন (২২) এবং ভরত মুণ্ডা (২২)। দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন রহিম মুণ্ডা (২২) এবং পালু মাহাতো (২২)। পেশায় দিনমজুর ওই চার যুবকেরই বাড়ি মালদহের বুলবুলচণ্ডীর হাঁপানিয়া এলাকায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদহের সজনেদীঘিতে এই সময়ে এক মেলা বসে। এ দিন চার জন বন্ধু মিলে সেই মেলা দেখতে যান। পরে বাড়ি ফেরার সময় তাঁরা চারজনে একটিই মোটরবাইকে চেপে ফিরছিলেন। পথে আচমকাই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মোটরবাইকের ধাক্কা লাগে। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন চার বন্ধু। ধাক্কা দিয়ে লরিটি তাড়াতাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁদের প্রথমে বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমিন এবং ভরতকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। রহিম আর পালুকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্যই হয়তো ওই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্যও পাঠিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE