Advertisement
E-Paper

গঙ্গায় ঝাঁপ দিয়ে তরুণের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৪ ২১:০১

হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণের। রবিবার দুপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাকেশ সোনি (২০)। তাঁর বাড়ি কোন্নগরে।

পুলিশ সূত্রে খবর, এ দিন বেলা ১২টা নাগাদ গঙ্গায় স্নান করার সময়ে স্থানীয় লোকজনেরাই ওই তরুণকে বালি ব্রিজের দক্ষিণেশ্বরগামী রাস্তা থেকে গঙ্গায় ঝাঁপ দিতে দেখেন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, রাকেশের সঙ্গে এক কিশোরীও ছিল। ওই ঘটনার পরেই সে অচেনা এক যুবকের মোটরবাইকে চেপে বালিঘাটের দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সন্দেহ হওয়ায় এলাকার লোকজন বালিঘাট স্টেশনের কাছে মোটরবাইকটি আটকান। ওই কিশোরীকে থানায় নিয়ে আসা হয়। তবে মোটরবাইকের চালককে ধরা যায়নি।

দ্বাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, এক মাস আগে ফেসবুকের মাধ্যমে রাকেশের সঙ্গে তার পরিচয় হয়। কিশোরীর অভিযোগ, রাকেশ তাকে মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত। কয়েক বার বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিশোরী পুলিশকে জানিয়েছে, রবিবার সে উত্তরপাড়ায় পড়তে এসেছিল। পড়ে ফেরার সময়ে রাকেশের সঙ্গে তার দেখা হয়। অভিযোগ, রাকেশ সে সময়ে তাকে ফের উত্ত্যক্ত করে। পুলিশ জেনেছে, এর পরেই ওই দু’জন বালি ব্রিজের কাছে আসে। তার পরেই ওই ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ওই তরুণ আত্মহত্যা করেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

kolkata news online kolkata news state news Konnagar rakesh soni river ganga jumped death police suicide couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy