বাথরুমের দরজা ভেঙে এক ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোরঞ্জন দে (৬০)। তাঁর বাড়ি নেতাজিনগর থানার রামগড় এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রামগড়ে চারতলার ফ্ল্যাটে দোতলায় একাই থাকতেন মনোরঞ্জনবাবু। রবিবার সকালে মনোরঞ্জনবাবুর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। তবে ফ্ল্যাটের ভিতরে কোনও ঘরে কিছু মেলেনি। পরে দেখা যায় বাথরুমের দরজাও বন্ধ। ভাঙা হয় বাথরুমের দরজা। বাথরুমের মেঝেতে মনোরঞ্জনবাবুর পচাগলা দেহ পড়েছিল। পুলিশের অনুমান, মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে মনোরঞ্জনবাবুর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।