Advertisement
E-Paper

শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম ৮

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা আর মাত্র তিন দিন বাকি। তার আগেই শনিবার জঙ্গি হামলায় কেঁপে উঠল শ্রীনগরের লালচক এলাকা। পুলিশ সূ্ত্রে খবর, এ দিন দুপুর সওয়া দু’টো নাগাদ লালচকের পাল্লাডিয়াম সিনেমা হলের কাছে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জখম হন আট জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ১৯:৩০
হাসপাতালে আহতরা। ছবি: পিটিআই।

হাসপাতালে আহতরা। ছবি: পিটিআই।

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা আর মাত্র তিন দিন বাকি। তার আগেই শনিবার জঙ্গি হামলায় কেঁপে উঠল শ্রীনগরের লালচক এলাকা।

পুলিশ সূ্ত্রে খবর, এ দিন দুপুর সওয়া দু’টো নাগাদ লালচকের পাল্লাডিয়াম সিনেমা হলের কাছে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জখম হন আট জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু এবং সিআরপি-র এক জন ইনস্পেক্টরও আছেন বলে পুলিশ জানিয়েছে। এ দিন সন্ধ্যা পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীই ঘটনার দায় স্বীকার করেনি।

কোঠিবাগের এসডিপিও ফয়জল কৈয়ূম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় প্রচুর পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশকর্তা।

এর আগে উপত্যকায় ভোট বয়কটের ডাক দিয়েছিল বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং পাক মদত পুষ্ট জঙ্গিরা। কিন্তু, সেই বয়কটের ডাক অগ্রাহ্য করে ২৫ নভেম্বরে প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭১ শতাংশ। সাধারণ মানুষের বিপুল ভাবে ভোট দেওয়ার এই ঘটনা ভাল চোখে দেখেনি ওই সংগঠনগুলি। দ্বিতীয় দফার আগে সে জন্যই এই জঙ্গি হামলা বলে সন্দেহ পুলিশের। এ দিনের হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করেছে বিজেপি।

grenade attack srinagar lal chowk injury explosion Eight injured CRPF national news online news latest news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy