Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চৌটালাকে আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত

দিল্লি হাইকোর্টে চৌটালা। ছবি: পিটিআই।

দিল্লি হাইকোর্টে চৌটালা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৪ ১৮:৩১
Share: Save:

কাল হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার। জামিন ভেঙে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচার করে ফের জেলে যেতে হচ্ছে ভারতীয় লোকদলের ‘অসুস্থ’ এই নেতাকে। শুক্রবারের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

হরিয়ানার প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে গত বছর লোকদল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালাকে দশ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছিল আদালত। কিন্তু মে মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পান তিনি। সেই থেকেই তিনি গুড়গাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি। কিন্তু রাজ্যে নির্বাচনী দামামা বাজতেই আর স্থির থাকতে পারেননি এই জাঠ নেতা। ২৫ সেপ্টেম্বর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে বিভিন্ন জনসভায় প্রচার শুরু করেন তিনি। বক্তৃতায় জানান, প্রয়োজনে জেলে বসেই সরকার চালাবেন। এর পরেই চৌটালার বিরুদ্ধে জামিন খারিজের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সেই আর্জির ভিত্তিতেই বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে বলা হয় এই নেতাকে। রায় ঘোষণা করে ফের তাঁকে জেলে ফেরত যেতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিদ্ধার্ত মৃদুল। জামিনের মেয়াদ চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত বাড়াতে অনুরোধ করেন চৌটালা। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এই সময়টুকু তাঁর প্রয়োজন বলে আদালতে জানান তিনি। কিন্তু তাঁর সেই আবেদন নাকচ করে বিচারপতি বলেন, “আত্মসমর্পণের সময় নিয়ে দর কষাকষি করবেন না। অসুস্থ হলে আপনাকে এইমস-য়ে স্থানান্তরিত করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে। আদালত আপনাকে যে সুযোগ দিয়েছিল আপনি তার অপব্যবহার করেছেন।” নির্বাচনী প্রচারের ধকল নিতে পারলে তিনি জেলেও যেতে পারবেন বলে জানান বিচারপতি।

‘অসুস্থ’ চৌটালার এই সাজা ঘোষণায় যথেষ্ট অস্বস্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। হাইকোর্টে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে আপিল করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

om prakash chautala haryana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE