Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জ্যাকলিনের ঝিঙ্কু নাচে পাত্রপক্ষের খরচ চার কোটি!

বর-কনে হাজির ছাদনাতলায়। পুরোহিতও রেডি। চার চোখের মিলন হল বলে! এ হেন সময় অতিথিদের জন্য ঝিঙ্কু মনোরঞ্জনের ব্যবস্থা করতে হাজির বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর ‘পাত্‌লি’ কোমরের ঠমকে বিবাহবাসরের ওজন বেড়ে যাবে কয়েক গুণ। এ ভাবে নিজের বিয়ের আয়োজন করতে চান? সুযোগ পেতে পারেন আপনিও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ১৩:১৯
Share: Save:

বর-কনে হাজির ছাদনাতলায়। পুরোহিতও রেডি। চার চোখের মিলন হল বলে! এ হেন সময় অতিথিদের জন্য ঝিঙ্কু মনোরঞ্জনের ব্যবস্থা করতে হাজির বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর ‘পাত্‌লি’ কোমরের ঠমকে বিবাহবাসরের ওজন বেড়ে যাবে কয়েক গুণ। এ ভাবে নিজের বিয়ের আয়োজন করতে চান? সুযোগ পেতে পারেন আপনিও। তবে পকেটে রেস্তো থাকতে হবে চার কোটি টাকা! আপাতত এটাই বলিউডের আদরের জ্যাকির অ্যাপিয়ারেন্সের পারিশ্রমিক বলে শোনা যাচ্ছে!

আগামী মাসের শেষ দিকে লন্ডনের এক ধনী ব্যবসায়ী তাঁর ছেলের বিয়েতে ‘পারফর্ম’ করার আর্জি নিয়ে জ্যাকলিনের দ্বারস্থ হন। সেই বিয়েতে হিন্দি ছবির গানের সঙ্গে কোমর দোলাবেন বলিউড সুন্দরী। আর এতেই পারিশ্রমিক বাবদ ভারতীয় মুদ্রায় চার কোটি টাকা পাবেন অভিনেত্রী। অনুষ্ঠানের জন্য লন্ডনে যাতায়াত ও দু’দিন থাকার বন্দোবস্ত করবে পাত্রপক্ষ। পাত্রের বাবা তাতেই রাজি। ছেলের বিয়ে বলে কথা!

দেশের মাটিতে সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ২০০৬ সালের ‘মিস শ্রীলঙ্কা’ খেতাব জিতে লস এঞ্জেলেসে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেন জ্যাকলিন। পরবর্তীকালে জায়গা করে নেন মডেলিং দুনিয়ায়। ২০০৯-এ ‘আলাদিন’ ছবিতে অমিতাভ বচ্চন ও হৃতেশ দেশমুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। যা তাঁর ঝুলিতে পৌঁছে দেয় আইফা-র ‘বেস্ট ফিমেল ডেব্যু’ পুরস্কার। নিজেকে শুধু অভিনয়েই আটকে রাখেননি জ্যাকলিন। বিভিন্ন স্টেজ শো করার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন বেসরকারি সংস্থার দিকে। দুঃস্থ শিশুদের সাহায্যার্থে লন্ডনে এক ‘স্পেশাল ব্রেকফাস্ট’ নিলাম করেন ৪০০০ পাউন্ডে। অন্য দিকে ‘পেটা’র সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ২০১৪-এ পেটার ভারতীয় শাখার তরফ থেকে তাঁকে ‘ওম্যান অফ দ্য ইয়ার’ খেতাব দেওয়া হয়।

এ হেন জ্যাকলিন যদি তাঁর অ্যাপিয়ারেন্সের পারিশ্রমিক কিছুটা বাড়িয়েই বলেন তাতে আর আশ্চর্য হওয়ার কী আছে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE