Advertisement
E-Paper

শ্যুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ পদক ভারতীয় শ্যুটার জিতুর

কোরিয়ার চাঙওয়ানে অনুষ্ঠিত আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে রবিবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শ্যুটার জিতু রাই। মাত্র ০.৪ পয়েন্টের জন্য এ দিন স্বর্ণপদক হাতছাড়া হয় তাঁর। ফাইনালে জিতুর অর্জিত পয়েন্ট ছিল ১৮১.১। কোরিয়ার জিন জঙ্গো ২০৬ পয়েন্ট পেয়ে সোনা জেতেন। এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী জিতু প্রথম ভারতীয় শ্যুটার হিসাবে ২০১৬-র রিও অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। ২০১৪-র সেপ্টেম্বরে গ্রানাডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন জিতু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৫ ১৩:৪০
জিতু রাই।

জিতু রাই।

কোরিয়ার চাঙওয়ানে অনুষ্ঠিত আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে রবিবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শ্যুটার জিতু রাই। মাত্র ০.৪ পয়েন্টের জন্য এ দিন স্বর্ণপদক হাতছাড়া হয় তাঁর। ফাইনালে জিতুর অর্জিত পয়েন্ট ছিল ১৮১.১। কোরিয়ার জিন জঙ্গো ২০৬ পয়েন্ট পেয়ে সোনা জেতেন। এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী জিতু প্রথম ভারতীয় শ্যুটার হিসাবে ২০১৬-র রিও অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। ২০১৪-র সেপ্টেম্বরে গ্রানাডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন জিতু।

অন্য দিকে, শনিবারেই ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতে জিতুর পর দ্বিতীয় ভারতীয় শ্যুটার হিসাবে রিও-তে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন অপূর্বি চান্দেলা। তাঁর অর্জিত পয়েন্ট ১৮৫.৬।

jitu rai bronze medal world cup shooting 2015 jitu rai wins shooter jitu rai sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy