Advertisement
১৯ মে ২০২৪

'মা' হতে চলেছেন কর্ণ!

টল, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম কাঠামোর টোল পড়া গালে লুকিয়ে পড়ে মধ্য চল্লিশের হিসেবি ভাঁজ। ক্যামেরার ও পারে তিনি কড়া বস্। নাইট পার্টিতে বান্ধবীরা তাঁকে ঘিরে থাকলেও চল্লিশের চালশে পুরুষের আহ্লাদ নাকি শুধু ‘বন্ধু’দের নিয়েই। এমন কথাও বলি-দরজায় কান পাতলেই শোনা যায়। তিনি কর্ণ জোহর। পরিচালক বা প্রযোজক হিসাবে সফল কেরিয়ারের মাঝপথেই মা হতে চলেছেন কর্ণ! অবাক হবেন না। রিল লাইফে সবই সম্ভব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মে ২০১৫ ১৪:৫৩
Share: Save:

টল, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম কাঠামোর টোল পড়া গালে লুকিয়ে পড়ে মধ্য চল্লিশের হিসেবি ভাঁজ। ক্যামেরার ও পারে তিনি কড়া বস্। নাইট পার্টিতে বান্ধবীরা তাঁকে ঘিরে থাকলেও চল্লিশের চালশে পুরুষের আহ্লাদ নাকি শুধু ‘বন্ধু’দের নিয়েই। এমন কথাও বলি-দরজায় কান পাতলেই শোনা যায়। তিনি কর্ণ জোহর। পরিচালক বা প্রযোজক হিসাবে সফল কেরিয়ারের মাঝপথেই মা হতে চলেছেন কর্ণ! অবাক হবেন না। রিল লাইফে সবই সম্ভব।

চলতি বছরের অগস্ট মাসে কর্ণের প্রযোজনায় মুক্তি পাবে ‘ব্রাদার্স’। সেখানেই দুই নায়ক সিদ্ধার্থ মলহোত্র ও অক্ষয় কুমারের মায়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। কর্ণ মলহোত্র পরিচালিত এই ছবিতে কর্ণ জোহরের কথা ভেবেই সিদ্ধার্থ ও অক্ষয়ের মায়ের চরিত্রটি লেখা হয়েছে। রিয়েল লাইফে ‘মাম্মাস্ বয়’ কর্ণ জোহর আপাতত তাই মা হতে প্রস্তুত।

২০১১-এ গাভিন ওকনার পরিচালিত হলিউডি ছবি ‘ওয়ারিয়র্স’-এর রিমেক হিসাবে তৈরি হয়েছে ‘ব্রাদার্স’। যেখানে দু’টি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ ও জ্যাকলিন ফার্নান্ডেজ। তবে কর্ণ ‘মাম্মি’যে বিশেষ আকর্ষণের কেন্দ্র তা বলাই বাহুল্য।

মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’, যশ চোপড়ার ‘দিওয়ার’, বা প্রবীণ ভাটের ‘ভাবনা’-তে স্ক্রিনের মায়েরা নিজেদের অভিনয় সত্ত্বার প্রমাণ দিয়েছেন বার বার। ফিল্মি দুনিয়ায় এমন উদাহরণ রয়েছে অজস্র। তবে ‘ব্রাদার্স’-এর নতুন মা প্রাক্তনীদের চ্যালেঞ্জের মুখে ফেলেন কি না এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE