Advertisement
২২ ফেব্রুয়ারি ২০২৪

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই ধোনি, দলে রাহুল, কর্ণ ও নমন

হাতের চোটের জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে খেলবেন না মহেন্দ্র সিংহ ধোনি। সোমবার ওই সফরের জন্য দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের জন্য চলতি শ্রীলঙ্কা সিরিজের শেষ দু’টি ম্যাচেও খেলতে পারবেন না ধোনি। এ বার ৪ ডিসেম্বরে তাঁর ব্রিসবেন টেস্টেও দেখা যাবে না তাঁকে। সে ক্ষেত্রে প্রথম টেস্টে তাঁর পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন বিরাট কোহলি। দলে তিনটি নতুন মুখ বলতে লোকেশ রাহুল, নমন ওঝা এবং কর্ণ শর্মা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ১৬:০৭
Share: Save:

হাতের চোটের জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে খেলবেন না মহেন্দ্র সিংহ ধোনি। সোমবার ওই সফরের জন্য দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের জন্য চলতি শ্রীলঙ্কা সিরিজের শেষ দু’টি ম্যাচেও খেলতে পারবেন না ধোনি। এ বার ৪ ডিসেম্বরে তাঁর ব্রিসবেন টেস্টেও দেখা যাবে না তাঁকে। সে ক্ষেত্রে প্রথম টেস্টে তাঁর পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন বিরাট কোহলি। দলে তিনটি নতুন মুখ বলতে লোকেশ রাহুল, নমন ওঝা এবং কর্ণ শর্মা।

এ দিনের নির্বাচনী সভায় রাহুল দ্রাবিড়ের দাওয়াই মেনে নিলেন নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করা কর্নাটকের ওপেনার লোকেশ রাহুলের হয়ে সওয়াল করেছিলেন দ্রাবিড়। রেলওয়েজের লেগস্পিনার কর্ণ শর্মা এবং মধ্যপ্রদেশের উইকেটকিপার নমন ওঝার সঙ্গে এ দিন দলে এলেন সেই রাহুল। সদ্যসমাপ্ত দলীপ ট্রফিতে তাঁর দল দক্ষিণাঞ্চল হারলেও জোড়া সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছিলেন এই ২২ বছরের ওপেনার। এর পরে দ্রাবিড় বলেছিলেন, মুরলী বিজয় ও শিখর ধবনের ব্যাক-আপ ওপেনার হিসেবে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা রাহুলের ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত।

অস্ট্রেলিয়ায় ৪টি টেস্ট ছাড়াও ২টি প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারতীয় দল। ১৯ সদস্যের দলে রয়েছেন ৫ পেসার, ৩ স্পিনার এবং ধোনি-ঋদ্ধির সঙ্গে উইকেটকিপার হিসেবে দলে এলেন নমন ওঝা। দু’বছর পরে টেস্ট ফিরলেন সুরেশ রায়না। শর্ট বল খেলার ক্ষেত্রে রায়নার টেকনিক নিয়ে প্রশ্ন উঠলেও রবি শাস্ত্রী বরাবরই তাঁর পক্ষে মুখ খুলেছেন।

অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচন ছাড়াও এ দিন চলতি শ্রীলঙ্কা সিরিজের শেষ ২টি ম্যাচে ধোনির সঙ্গে বিশ্রামে দেওয়া হয়েছে ধবনকে। দলে এলেন রবিন উথাপ্পা, কর্ণ শর্মা এবং বিনয় কুমার।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল

মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, শিখর ধবন, মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, সুরেশ রায়না, ঝদ্ধিমান সাহা, নমন ওঝা, রবিচন্দ্রন অশ্বিন, কর্ণ শর্মা, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও বরুণ অ্যারন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE