Advertisement
E-Paper

লকভির মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল পঞ্জাব সরকার

লকভির মুক্তির আদেশের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল পঞ্জাব সরকার। লাহৌর হাইকোর্ট ওকারা-র ডিস্ট্রিক কোঅর্ডিনেশন অফিস (ডিসিও)-এর বিশেষ অধ্যাদেশ খারিজ করে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লকভির মুক্তির আদেশ দেয়। ১০ এপ্রিল ২০ লক্ষ টাকার বন্ড দিয়ে আদিয়ালা জেল থেকে ছাড়া পান লকভি। এই রায়ের বিরুদ্ধেই এ দিন সুপ্রিম কোর্টে গেল পঞ্জাব সরকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৫ ১৭:৩৩
জাকিউর রহমান লকভি। ছবি: এএফপি

জাকিউর রহমান লকভি। ছবি: এএফপি

লকভির মুক্তির আদেশের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল পঞ্জাব সরকার। লাহৌর হাইকোর্ট ওকারা-র ডিস্ট্রিক কোঅর্ডিনেশন অফিস (ডিসিও)-এর বিশেষ অধ্যাদেশ খারিজ করে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লকভির মুক্তির আদেশ দেয়। ১০ এপ্রিল ২০ লক্ষ টাকার বন্ড দিয়ে আদিয়ালা জেল থেকে ছাড়া পান লকভি। এই রায়ের বিরুদ্ধেই এ দিন সুপ্রিম কোর্টে গেল পঞ্জাব সরকার।

লকভির মুক্তিকে মুম্বই হামলায় মৃতদের প্রতি চরম অপমান বলে জানিয়েছিল ভারত সরকার। আশঙ্কা প্রকাশ করেছিল আমেরিকাও। ২০০৮-এর মুম্বই হামলায় মোট ১৬৬ জনের মৃত্যু হয়। জারার শা এবং লকভি মুম্বই হামলার অন্যতম দুই চক্রী। ভারত, আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশের চাপে লকভি-সহ এই ষড়যন্ত্রে লিপ্ত বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। এর পরে বিচারপ্রক্রিয়া শুরু হলেও তা নানা কারণে বিলম্বিত হয়। ২০১৪-এর ডিসেম্বর থেকে একের পর এক মামলায় জামিন পায় লকভি। তাকে জেলে রাখতে শেষ পর্যন্ত বিশেষ অধ্যাদেশ প্রয়োগ করে পঞ্জাব সরকার। কিন্তু প্রথমে ইসলামাবাদ হাইকোর্ট এবং পরে লাহৌর হাইকোর্ট পৃথক পৃথক মামলায় এই অধ্যাদেশটি খারিজ করে দেয়।

তবে পাকিস্তানের ফেডারল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-র করা একটি আবেদনের শুনানি চলছে ইসলামাবাদ হাইকোর্টে। ২০১৪-এর ডিসেম্বরে সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত লকভির জামিন মঞ্জুর করে। তার বিরোধিতা করে এই আবেদন করে এফআইএ। ইসলামাবাদ হাইকোর্টে ওই জামিন খারিজ হলে ফের গ্রেফতার হতে পারেন লকভি।

এ দিন সুপ্রিম কোর্টে পঞ্জাব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক লাহৌর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনে জানায়। সেই আবেদনে বলা হয়, লকভিকে আটকে রাখার যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে। লাহৌর হাইকোর্টের আদেশের উপরে স্থগিতাদেশ জারি করতেও সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবে পঞ্জাব সরকার।

Lakhvi Zaki-ur-Rehman Lakhvi Lashkar-e-Tayiba Punjab government IFA 26 11 Mumbai attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy