রাতের মেট্রোয় মহিলা সহযাত্রীর ছবি তুলে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের নাম অভিজিৎ পাল। তাঁর বাড়ি উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায়। ছবি তোলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওই মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত করার অভিযোগও উঠেছে। বুধবার ধৃতকে আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ রবীন্দ্র সদন থেকে মেট্রোয় উঠেছিলেন বছর পঁয়ত্রিশের অভিজিৎ। অভিযোগ, অন্য জায়গায় আসন ফাঁকা থাকা সত্ত্বেও তিনি মহিলাদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন। মেট্রো দু’একটা স্টেশন এগোতেই উল্টো দিকে বসে থাকা এক মহিলা যাত্রীর ছবি মোবাইলে তোলা শুরু করেন তিনি। পাশাপাশি ওই যাত্রীকে অশ্লীল ইঙ্গিতও করা হয়। মহিলা প্রথমে তাঁকে বারণ করেন। পরে প্রতিবাদও জানান। কিন্তু, কোনও কথাতেই কান দেননি অভিজিৎ। মহিলার পাশে এসে দাঁড়ান বাকি যাত্রীরাও। বাদানুবাদ চলতে থাকে অভিজিতের সঙ্গে। এরই মধ্যে মেট্রোটি দমদমে পৌঁছতেই তাঁকে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়।
আরপিএফ সূত্রে খবর, ওই রাতেই সিঁথি থানার পুলিশকে ডেকে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়।