Advertisement
E-Paper

কলকাতা পুরভোটে শহর জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ

আশঙ্কাই যেন সত্যি হল! সকাল ৭টা থেকে শুরু হওয়া কলকাতা পুরসভার নির্বাচনের প্রথম দু’ঘণ্টা কাটতে না কাটতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কোথাও বুথ দখল, কোথাও পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া, আবার কোথাও বা লাইনে দাঁড়ানো ভোটারদের নির্দিষ্ট বোতামে ভোট দেওয়ার হুমকি— সবই চলল যেন ‘নিয়ম’ মেনেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ১৭:১০
রাজাবাজারে কংগ্রেস-তৃণমূল বচসা। ছবি: বিশ্বনাথ বণিক।

রাজাবাজারে কংগ্রেস-তৃণমূল বচসা। ছবি: বিশ্বনাথ বণিক।

আশঙ্কাই যেন সত্যি হল!

সকাল ৭টা থেকে শুরু হওয়া কলকাতা পুরসভার নির্বাচনের প্রথম দু’ঘণ্টা কাটতে না কাটতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কোথাও বুথ দখল, কোথাও পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া, আবার কোথাও বা লাইনে দাঁড়ানো ভোটারদের নির্দিষ্ট বোতামে ভোট দেওয়ার হুমকি— সবই চলল যেন ‘নিয়ম’ মেনেই। প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডের নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে শনিবার নামানো হয়েছে প্রায় ৩২ হাজার পুলিশকর্মী। সঙ্গে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি ড্রোন। কিন্তু এত কিছু করেও অশান্তি আটকানো গেল কোথায়? শান্তিপূর্ণ ভাবে ভোটারদের ভোট দিতে শুক্রবার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও প্রশাসনের যাবতীয় সহায়তা পাওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল তাঁর তরফে। কিন্তু কার্যক্ষেত্রে সেই আশ্বাসের প্রতিফলন ঘটছে না বলেই বিরোধী ও সাধারণ ভোটারদের অভিযোগ।


ভোটারদের লম্বা লাইন। ঢাকুরিয়ায় শৌভিক দে-র তোলা ছবি।

সাত সকালই বেলেঘাটায় ৩৪ নম্বর ওয়ার্ড দখলের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, ভোটারদের নির্দিষ্ট জায়গায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। ২০ নম্বর ওয়ার্ডে মারধর করা হয় সিপিএমের পোলিং এজেন্টকে। অভিযুক্ত সেই শাসকদল। পুরসভায় বিরোধী দলনেতা তথা সিপিএম প্রার্থী রূপা বাগচিকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

বিরোধীদের পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে সংবাদমাধ্যমের উপরেও। গার্ডেনরিচের ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জিত শীল সংবাদমাধ্যমকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন বলে অভিযোগ। বুথে দলের কর্মীদের ছাড়া আর কাউকে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিতেও দেখা যায় তাঁকে।

ভোটের খণ্ডচিত্র

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮ শতাংশ

জ্ঞানভারতী স্কুলে ইভিএম বিকল

বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে বুথ দখলের অভিযোগ

মানিকতলার ২৯ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লক কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

২০ নম্বর ওয়ার্ডে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

ওই ওয়ার্ডে সচিত্র পরিচয়পত্র ছাড়াই ভোট দেওয়ার অভিযোগ

গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ

শিয়ালদহের টাকি স্কুলের কাছে বিরোধীদের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ তৃণমূলের

বড়বাজারে মাহেশ্বরী স্কুলের বুথে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিতের

শিয়ালদহের ৩৬ নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ

বাঘা যতীনের এক বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা, মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

বেনিয়াটোলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, মহিলা কর্মীদের

৮৭ নম্বর ওয়ার্ডে ভোটারদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

১০৯ নম্বর ওয়ার্ডে কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রথম ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৬.৪ শতাংশ

বাগবাজারে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বেনিয়াপুকুর রোড এবং কাউন্সিল হাউজ স্ট্রিটে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভারতীয় জাদুঘরের সামনে সিপিএম নেতা ফুয়াদ হালিমকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পার্ক সার্কাসে গুলি চালানোয় অভিযুক্ত তৃণমূল

৬১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজকুমার সাউ এবং তাঁর পোলিং এজেন্টকে মারধর করে সচিত্র পরিচয়পত্র ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.০২ শতাংশ

২৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী প্রকাশ উপাধ্যায়ের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ শাসকদলের

মেটিয়াবুরুজের ১৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তার বুথের ভিতর ঢুকে যান বলে অভিযোগ তৃণমূলের

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, সিপিএম নেতা শমিক লাহিড়ি এবং কান্তি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের

বাঘা যতিনে পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ। ভয়ে বুথ ছাড়লেন ভোটারর

উত্তর শিয়াদহের হাজিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়বাজারে কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত দুই

দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬০ শতাংশ

গিরিশ পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত এক পুলিশকর্মী

কলকাতার পুরযুদ্ধে চার দলের প্রার্থী তালিকা


সবিস্তার জানতে ক্লিক করুন।


সবিস্তার জানতে ক্লিক করুন।


সবিস্তার জানতে ক্লিক করুন।


সবিস্তার জানতে ক্লিক করুন।

ভোটের গ্যালারি

municipal election kolkata Trinamool TMC cpm BJP Congress vandalism police ranjit sil mamata bandopadhyay mamata banerjee west bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy