Advertisement
২৪ মার্চ ২০২৩

আরিফকে জেরা এনআইএ-র

মুম্বইয়ের যুবক আরিফ মাজিদের ভারতে আসার উদ্দেশ্য তার নারকো টেস্ট করতে চায় এনআইএ। সূত্রের খবর, রবিবার মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার (এটিএস) সঙ্গে আরিফকে একযোগে জেরা করে আইবি, ‘র’ এবং এনআইএ-র আধিকারিকেরা। গোয়েন্দাদের দাবি, আইএস-এর হয়ে সিরিয়ায় লড়ছে এমন আরও ১৩ জন ভারতীয় যুবকের নাম জেরায় জানিয়েছে আরিফ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৪ ১৮:৩৪
Share: Save:

মুম্বইয়ের যুবক আরিফ মাজিদের ভারতে আসার উদ্দেশ্য তার নারকো টেস্ট করতে চায় এনআইএ। সূত্রের খবর, রবিবার মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার (এটিএস) সঙ্গে আরিফকে একযোগে জেরা করে আইবি, ‘র’ এবং এনআইএ-র আধিকারিকেরা। গোয়েন্দাদের দাবি, আইএস-এর হয়ে সিরিয়ায় লড়ছে এমন আরও ১৩ জন ভারতীয় যুবকের নাম জেরায় জানিয়েছে আরিফ।

সাত মাস ইরাক-সহ বিভিন্ন দেশে আইএস-এর মতো জঙ্গি সংগঠনের হয়ে লড়াইয়ের পর এ দেশে ফেরে আরিফ ওরফে আরিব মাজিদ। মুম্বইয়ের শহরতলি কল্যাণের বাসিন্দা আরিফকে গত শুক্রবার গ্রেফতার করে এনআইএ। ৮ ডিসেম্বর পর্যন্ত তার এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। গোয়েন্দাদের সন্দেহ, নাশকতার উদ্দেশ্যেই আরিফকে এ দেশে পাঠিয়েছে আইএস-এর মতো জঙ্গি সংগঠন। তবে আরিফ সত্যি কথা বলছে কি না, তা জানতে তার লাই ডিটেক্টর টেস্টও হবে বলে জানিয়েছেন গোয়েন্দারা। পুলিশের দাবি, গত ২৩ মে তীর্থযাত্রীদের সঙ্গে ইরাকের বাগদাদে গিয়েছিল আরিফ-সহ চার জন ইঞ্জিনিয়ারিং ছাত্র। এর পরেই নিরুদ্দেশ হয় ওই চার ছাত্র। সন্দেহ, সে সময় থেকে আইএস-এ যোগ দেয় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.