মেয়াদ ফুরনোর পরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর থাকতে চান না অমর্ত্য সেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিকে চিঠি লিখে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে এই পদে রাখতে আগ্রহী নয় কেন্দ্রীয় সরকার। যদিও অর্মত্য সেনকেই দ্বিতীয় বারের জন্য আচার্যের পদে রেখে দেওয়ার প্রস্তাব বেশ কিছু দিন আগেই গ্রহণ করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি। কিন্ত সেই প্রস্তাবে এখনও সরকারি অনুমোদন মেলেনি। কেন্দ্রীয় সরকারের এই টালবাহানায় ক্ষুব্ধ অমর্ত্যবাবু। চলতি বছরের জুলাই মাসে তাঁর আচার্য পদের মেয়াদ শেষ হবে।
চিঠিতে অধ্যাপক সেন লিখেছেন, “প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা সময় নষ্ট করারই একটি প্রক্রিয়া। এটি কঠিন সত্য। তবে আমার মেনে নিতে কোনও ক্ষতি নেই যে জুলাইয়ের পর আমায় আচার্য পদে চায় না কেন্দ্রীয় সরকার।” এই দীর্ঘসূত্রিতা নালন্দার মতো ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানের পঠনপাঠন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক সেন।
চলতি বছরের ১৩-১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠক হয়। বৈঠকে দ্বিতীয় বারের জন্য আচার্য পদে অধ্যাপক সেনের নাম সর্বসম্মত ভাবে গৃহীত হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের টালবাহানার জন্যই পরিচালন সমিতির সিদ্ধান্তে এখনও রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি বলে অর্মত্য সেন চিঠিতে লিখেছেন। তিনি বলেন, “নালন্দার অগ্রগতির জন্য ব্যক্তিগত ভাবে সব সময়েই উদ্যোগী হয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে মনে হয় কোনও কিছু তাঁর পথ আটকে দাঁড়াচ্ছে।”