Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পদ্ম-সম্মানের মঞ্চে উদ্ভাসিত অমিত আলো

কাজের নিরিখই সম্মান বা স্বীকৃতির একমাত্র মানদণ্ড। বুধবার রাষ্ট্রপতি ভবনের পদ্ম-সম্মানের দরবার আরও এক বার সেই বার্তাই দিল। এ দিন সেখানে অন্যান্যদের সঙ্গে পদ্ম-সম্মানে ভূষিত হলেন করিম আগা খান। শিল্পজগতে অবদানের জন্য পদ্মবিভূষণ পেলেন তিনি। ঐতিহ্য আর ব্যক্তিত্বের মিশেলে তাঁর উপস্থিতি এ দিন এক অন্য মাত্রা যোগ করে। আগার পাশাপাশি বন্দিত হলেন দেশের বিনোদনের সবচেয়ে উজ্জ্বল মুখ অমিতাভ বচ্চন।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন অমিতাভ বচ্চন। ছবি: এএফপি।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন অমিতাভ বচ্চন। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ১৫:০১
Share: Save:

কাজের নিরিখই সম্মান বা স্বীকৃতির একমাত্র মানদণ্ড। বুধবার রাষ্ট্রপতি ভবনের পদ্ম-সম্মানের দরবার আরও এক বার সেই বার্তাই দিল। এ দিন সেখানে অন্যান্যদের সঙ্গে পদ্ম-সম্মানে ভূষিত হলেন করিম আগা খান। শিল্পজগতে অবদানের জন্য পদ্মবিভূষণ পেলেন তিনি। ঐতিহ্য আর ব্যক্তিত্বের মিশেলে তাঁর উপস্থিতি এ দিন এক অন্য মাত্রা যোগ করে। আগার পাশাপাশি বন্দিত হলেন দেশের বিনোদনের সবচেয়ে উজ্জ্বল মুখ অমিতাভ বচ্চন।

প্রতি বছরের মতো এ বারও পদ্ম সম্মানের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়ছিল বিতর্ক। কারণটাও সেই পুরনো— পক্ষপাতিত্ব। কিন্তু, সব বিতর্ককে সরিয়ে এ দিন দেশের সেরা অসামরিক সম্মানে সম্মানিত করা হয় অভিনয়, শিল্প, চিকিত্সা, বিজ্ঞান, নির্মাণ, ধর্ম, সঙ্গীত, খেলা— সব বিষয়ের কৃতী ব্যক্তিত্বদের।

এ বারের পদ্ম সম্মানের তালিকায় চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমিতাভ বচ্চন আর দিলীপ কুমার— বলিউডের কালোত্তীর্ণ দুই মহাতারকাই ছিলেন পদ্মবিভূষণের ভাগিদার। আলো কিছুটা ম্লান হয়ে যায় ইউসুফ খান তথা দিলীপ কুমারের অনুপস্থিতিতে। তবে, শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে না পারলেও ব্যক্তিত্বে, গাম্ভীর্যে আর কালো বন্ধগলা স্যুটের অমিতাভ বচ্চন এ দিন একাই কার্যত কেড়ে নিয়েছিলেন মনোযোগের সকল আলো।

এর আগে ১৯৮৪তে পদ্মশ্রী এবং ২০০১-এ পদ্মভূষণ পেলেও এ বারের সম্মান প্রাপ্তিতেও যে তিনি খুশি, তা তিনি আগেই জানিয়েছিলেন। ওই দিনই টুইট করে জানিয়েছিলেন, ‘রাষ্ট্রপতি ভবনে পুরস্কার বিতরণের মহড়ায় মেতে রয়েছি। পদ্ম-সম্মান বলে কথা! বরাবরের মতোই এই পুরস্কার গ্রহণের আদবকায়দাকে আমি যেমন শ্রদ্ধা করি, ভালওবাসি তেমন।” এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্যা আর নেয়ে শ্বেতা। অমিতাভ ছাড়াও চলচ্চিত্র জগত্ থেকে এ দিন দরবার হলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মভূষণ পুরস্কার নিলেন অসমের বিখ্যাত চলচ্চিত্র-নির্মাতা জহ্নু বড়ুয়া। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন পেলেন পদ্মশ্রী সম্মান।

পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কোট্টায়ন কে বেণুগোপাল এবং কর্নাটকের জৈন ধর্মাধিকারিক ডি বীরেন্দ্র হেগড়ে। ক্রীড়া জগতের মানুষেরাও বাদ গেলেন না সম্মান প্রাপ্তি থেকে— হকি খেলোয়াড় সাবা অঞ্জুম, মহিলা ক্রিকেটার মিতালি রাজ পেলেন পদ্মশ্রী সম্মান। অর্থনীতিবিদ বিবেক দেবরায়, শিল্পোদ্যোগী টি ভি মোহনদাস পাই-ও একই সম্মানে ভূষিত হলেন।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ন’জনকে পদ্মবিভূষণ, ২০ জনকে পদ্মভূষণ এবং ৭৫ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। কৃতীদের এই তালিকায় ছিলেন ১৭ জন নারী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE