Advertisement
১৫ মে ২০২৪

বাংলাদেশে যাত্রিবাহী বাসে পেট্রোল বোমা হামলা, মৃত ৭

বাংলাদেশের কুমিল্লায় একটি যাত্রিবাহী বাসে পেট্রোল বোমা নিয়ে হামলা চালাল এক দল দুষ্কৃতী। মঙ্গলবার ভোরের ঘটনা। এই ঘটনায় জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল সাত জনের। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। পুলিশ সূত্রে খবর, বাসটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কুমিল্লার চোদ্দগ্রামের জগমোহনপুরে বাসটি ভোর সাড়ে তিনটে নাগাদ পৌঁছয়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কের উপর আচমকাই বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

ঢাকা মেডিক্যাল কলেজে বোমায় জখম বাসযাত্রী। ছবি: এএফপি।

ঢাকা মেডিক্যাল কলেজে বোমায় জখম বাসযাত্রী। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৫
Share: Save:

বাংলাদেশের কুমিল্লায় একটি যাত্রিবাহী বাসে পেট্রোল বোমা নিয়ে হামলা চালাল এক দল দুষ্কৃতী। মঙ্গলবার ভোরের ঘটনা। এই ঘটনায় জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল সাত জনের। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। পুলিশ সূত্রে খবর, বাসটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কুমিল্লার চোদ্দগ্রামের জগমোহনপুরে বাসটি ভোর সাড়ে তিনটে নাগাদ পৌঁছয়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কের উপর আচমকাই বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই বাসটিতে দ্রুত আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান সাত যাত্রী। মৃতদের মধ্যে বেশির ভাগই শিশু ও মহিলা রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় আহত হন আরও ১৬ যাত্রী। এঁদের মধ্যে ১১ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়েন্ত্রণে আনে। তত ক্ষণে বাসটি পুরো ভস্মীভূত হয়ে যায়।

সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ২০১৪-র শুরু থেকেই আওয়ামি লিগের সঙ্গে বিএনপি-জামাত-সহ বিরোধী দলগুলির বিরোধ চরমে ওঠে। রাজনৈতিক হিংসায় উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। হিংসার বলি হন শতাধিক মানুষ। অবরোধ-হরতালে দেশজুড়ে অচলাবস্থা তৈরি করে জামাত-বিএনপি কর্মী-সমর্থকেরা। দেশের বিভিন্ন প্রান্তে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে প্রতি দিন। ২০১৫-র গোড়া থেকে রাজনৈতিক প্রতিহিংসায় ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। বিক্ষোভকারীদের হামলায় গত এক মাসে ৫০ জনেরও বেশি মারা গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE