Advertisement
০৫ মে ২০২৪

প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষ ছপরায়

দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিহারের ছপরা। সোমবার সকালের ঘটনা। উত্তেজিত জনতা ছ’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে যেতে হয় পুলিশের পদস্থ আধিকারিক ও আইটিবিপি জওয়ানদের। কী হয়েছিল এ দিন? ছপরার জেলাশাসক কুন্দন কুমার জানান, এ দিন সকালে একটি পুজো কমিটি শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজছিল। পুজো কমিটির সদস্যেরা রাস্তা জুড়ে নাচানাচি করছিলেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৪ ১৬:৫৬
Share: Save:

দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিহারের ছপরা। সোমবার সকালের ঘটনা। উত্তেজিত জনতা ছ’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে যেতে হয় পুলিশের পদস্থ আধিকারিক ও আইটিবিপি জওয়ানদের।

কী হয়েছিল এ দিন?

ছপরার জেলাশাসক কুন্দন কুমার জানান, এ দিন সকালে একটি পুজো কমিটি শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজছিল। পুজো কমিটির সদস্যেরা রাস্তা জুড়ে নাচানাচি করছিলেন। এই শোভাযাত্রার কোনও প্রশাসনিক অনুমতি আছে কি না তা দেখতে চায় পুলিশ। কিন্তু তাদের কাছে কোনও বৈধ অনুমতিপত্র ছিল না বলে পুলিশের দাবি। এর পরেও পুলিশ শোভাযাত্রা আটকায়নি। বরং তাদের শান্তিপূর্ণ ভাবে শোভাযাত্রা নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। তখনই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় ওই পুজো কমিটির সদস্যদের। উত্তেজিত সদস্যেরা পুলিশকে মারধর করে বলেও অভিযোগ। এমনকী, তারা কাছেই বিএসএনএল-এর অফিস চত্বরে ঢুকে তাণ্ডব চালায়। পুড়িয়ে দেয় পাঁচটি গাড়ি। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, উত্তেজিত সদস্যদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ডাকা হয় আইটিবিপি জওয়ানদেরও।

কুন্দন কুমার আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় টহলদারি চালানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE