Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় সিউড়ির তৃণমূল কাউন্সিলরদের গাড়ি, গুরুতর আহত দুই

সিউড়ি পুরসভার জয়ী তৃণমূল কাউন্সিলরদের নিয়ে একটি গাড়ি কলকাতা যাওয়ার পথে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারল। বুধবার সিউড়ি-বর্ধমান সড়কে বর্ধমানের ভেদিয়াতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বর্ধমানের ভেদিয়া পঞ্চায়েতের তেঁতুলদ্বীপ গ্রামের বাসিন্দা হায়দর আলি মণ্ডল এবং গাড়ির চালক সৈকত কুমার গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ১৯:৫৩
Share: Save:

সিউড়ি পুরসভার জয়ী তৃণমূল কাউন্সিলরদের নিয়ে একটি গাড়ি কলকাতা যাওয়ার পথে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারল। বুধবার সিউড়ি-বর্ধমান সড়কে বর্ধমানের ভেদিয়াতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বর্ধমানের ভেদিয়া পঞ্চায়েতের তেঁতুলদ্বীপ গ্রামের বাসিন্দা হায়দর আলি মণ্ডল এবং গাড়ির চালক সৈকত কুমার গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক জন কাউন্সিলরও। সঙ্কটজনক অবস্থায় সাইকেল আরোহী এবং গাড়িচালককে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়েরা ঘণ্টা দেড়েক রাস্তা অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ তৃণমূলের জয়ী কাউন্সিলরদের নিয়ে কলকাতায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দিতে সিউড়ির জয়ী কাউন্সিলররা একাধিক গাড়িতে কলকাতা যাচ্ছিলেন। এর মধ্যেই ছিল বিদায়ী পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়ের গাড়িও। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ন’টা নাগাদ আচমকা প্রচণ্ড শব্দ করে একটি সাদা গাড়ি রাস্তার ধারে উল্টে যায়। দেখা যায়, দূরে এক জন সাইকেল আরোহীও পড়ে আছেন। স্থানীয়েরাই আহতদের গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খবর যায় স্থানীয় থানায়ও। প্রাথমিক চিকিৎসা পরে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ পাঠিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, স্থানীয় চালকল থেকে চেক নিয়ে বাড়ি ফিরছিলেন সাইকেল আরোহী হায়দর আলি মণ্ডল। গৃহশিক্ষকতা এবং চাষবাস করে দিন চলে হায়দর আলির। তাঁর সংসারে মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তাঁর আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। ওই গাড়িতে সিউড়ি পুরসভার বিদায়ী পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়, বিদায়ী উপ-পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৃণমূলের শহর সভাপতি অভিজিৎ মজুমদার, কাউন্সিলর রনজিত মান্না এবং কাউন্সিলর সঞ্জীবকুমার আচার্য ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন সৈকত কুমার। তাঁর অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রের খবর। বাকিদেরও কম-বেশি চোট লেগেছে।

দুর্ঘটনার পরে আহত সাইকেল আরোহীর উপযুক্ত চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অবরোধ হয় সড়কও। ফলে ন্যাশনাল হাইওয়ে টু-বি তে প্রবল যানজট হয়। বোলপুরের বিদায়ী পুরপ্রধান সুশান্ত ভকত এবং পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE