Advertisement
E-Paper

আলুয়াবাড়ির কাছে একাধিক বিস্ফোরণে মৃত ২

বিহারের পুটিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। জখম এক। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার আলুয়াবাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অনেকগুলি বোমা ফাটার আওয়াজ পাওয়া যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে চারদিকে চাপ চাপ রক্ত। সেই সঙ্গে ছড়ানো ছেটানো দেহাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ১৬:২৮

বিহারের পুটিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। জখম এক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার আলুয়াবাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অনেকগুলি বোমা ফাটার আওয়াজ পাওয়া যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে চারদিকে চাপ চাপ রক্ত। সেই সঙ্গে ছড়ানো ছেটানো দেহাংশ। বিস্ফোরণস্থল থেকে কিছুটা দূরে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ মেলে। বোমা ফেটেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১৫-২০টি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকালে ইসলামপুর থানারই হোসেনপুরে রাস্তায় এক জনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকার লোকজন। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে জেরা করে জানা গিয়েছে, তার বাড়ি চাঁচলে। তবে তার প্রকৃত পরিচয় এখনও জানা যায়নি। সে জানায়, ওই দিন বোমা ফেটে এক জনের মৃত্যু হয়। জখম হয় আরও এক জন। কিন্তু তুলে আনার সময়েই মৃত্যু হয় তার। তাই রাস্তাতেই তাকে ফেলে চলে যায় দলের লোকজন। মৃতদের বয়স ৩০-৩৫ বছর বলেই জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ২০-২৫ জনের একটি দল ডাকাতি-সহ নানা দুষ্কর্ম করার জন্য ওখানে আস্তানা গেড়েছিল। বোমা নিয়ে নাড়াচাড়ার সময়েই বিস্ফোরণ ঘটে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে আরও বোমা বা অস্ত্র লুকনো রয়েছে কি না খোঁজ চলছে তারও।

কিসেনগঞ্জের এসডিপিও মহম্মদ করিম বলেন, “মালদহ, ইসলামপুর ও কিসেনগঞ্জের বিভিন্ন জায়গা থেকে ট্রেন ডাকাতির জন্য দুষ্কৃতীরা ওখানে জড়ো হয়েছিল।” পশ্চিমবঙ্গ ও বিহার দু’রাজ্যের পুলিশই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

maldah bomb attack explosion putia bihar 1 injured 2 death Two dacoits killed national news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy