Advertisement
E-Paper

জলের দাবিতে বিক্ষোভ শহরে

পানীয় জলের সমস্যা মেটানোর দাবিতে বিক্ষোভ দেখালেন কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মণ্ডলপাড়া বাজারের বাসিন্দারা। এ দিন তাঁরা প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের মণ্ডলপাড়া সেতুর উপর অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সওয়া আটটায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মিনিট পনেরো অবরোধ করার পর তৃণমূল নেতাদের আশ্বাসে তা তুলে নেন বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ১৭:৫৯

পানীয় জলের সমস্যা মেটানোর দাবিতে বিক্ষোভ দেখালেন কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মণ্ডলপাড়া বাজারের বাসিন্দারা। এ দিন তাঁরা প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের মণ্ডলপাড়া সেতুর উপর অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সওয়া আটটায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মিনিট পনেরো অবরোধ করার পর তৃণমূল নেতাদের আশ্বাসে তা তুলে নেন বাসিন্দারা।

এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকায় জলের সমস্যা অনেক দিন ধরেই। বার বার সেই সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। তবে পুরসভা ভোটের আগে বাড়ি বাড়ি ঘুরে জলকষ্ট মেটানোর যাবতীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মধুমিতা চক্রবর্তী। জল পাওয়া তো দূর অস্ত, ভোট শেষ হতেই ওই কাউন্সিলরের আর দেখাই পাওয়া যাচ্ছে বলে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। তীব্র গরমে প্রতি দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। আরও অভিযোগ, এ দিন বিক্ষোভ ও রাস্তা অবরোধের খবর পেয়েও ঘটনাস্থলে আসেননি কাউন্সিলর মধুমিতা চক্রবর্তী। পরিস্থিতি সামাল দিতে ১০৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ মণ্ডল ঘটনাস্থলে এসে আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে। তরুণবাবু বলেন, ‘‘এই এলাকায় জলের সমস্যা অনেক দিনের। তার উপর গরমে জলস্তর নামায় জলকষ্ট বেড়েছে।’’ মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি জানি না। তবে খোঁজ নিয়ে দেখব।’’ পুরসভার জল সরবরাহ দফতরের এক আধিকারিক জানান, মুকুন্দপুরে জলপ্রকল্প নির্মাণের কাজ চলছে। জুন মাসে ওই কাজ শেষ হলে বাইপাস এলাকায় জলের সমস্যা মিটবে আশা করছেন তাঁরা।

councillor madhumita chakraborty 106 no ward kolkata water crisis water crisis anwar sha connector protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy