দলের সর্বভারতীয় সভাপতির পদে শনিবার বিজেপি পরিষদে অমিত শাহের নামে সিলমোহর পড়ল। সেই সভায় লোকসভা নির্বাচনে বিজেপি-র বিপুল সাফল্যের জন্য অমিত শাহকেই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ বাছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপিতে নতুন সভাপতি হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে পরিষদের অনুমোদন নিতে হয়। মোদী প্রধানমন্ত্রী ও তাঁরই ঘনিষ্ঠ অমিত শাহ দলের সভাপতি হওয়ার পর বিজেপি পরিষদের এটাই প্রথম বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী পণ্ডিতরা কার্যত বিজেপিকে ধর্তব্যের মধ্যেই আনেনি। কিন্তু কর্মীদের অক্লান্ত পরিশ্রম দলকে জয় এনে দিয়েছে। মানুষ বিজেপির উপর ভরসা রেখেছে বলে জানান মোদী। তাঁর মতে, এ বার সরকারের দায়িত্ব মানুষের প্রত্যাশা পুরণ করা। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে দল লড়েছে আর এই লড়াইয়ে ম্যান অফ দ্য ম্যাচ অমিত শাহ। এ বারের নির্বাচনে দলের সাফল্যের নেপথ্যের কারিগর মৃদুভাষী অমিতের প্রশংসা করতে গিয়ে মোদী বলেন, “দল এবং দেশ— দুয়ের প্রতি অমিত তাঁর দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।”