Advertisement
E-Paper

অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলস খেতাব জিতলেন লি-হিঙ্গিস জুটি

অস্ট্রেলীয় ওপেনের মিক্সড ডাবলস খেতাব জিতলেন লিয়েন্ডার পেজ-মার্টিনা হিঙ্গিস জুটি। তাঁরা স্ট্রেট সেটে হারালেন ক্রিস্টিনা মাদেনোভিচ ও ড্যানিয়েল নেস্টর জুটিকে। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৩। সেই সঙ্গে এই ইভেন্টে ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন পূরণ করলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার আদ্রিয়ান পেজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩১
ট্রফি হাতে মার্টিনা হিঙ্গিস ও লিয়েন্ডার পেজ। ছবি:এপি।

ট্রফি হাতে মার্টিনা হিঙ্গিস ও লিয়েন্ডার পেজ। ছবি:এপি।

অস্ট্রেলীয় ওপেনের মিক্সড ডাবলস খেতাব জিতলেন লিয়েন্ডার পেজ-মার্টিনা হিঙ্গিস জুটি। তাঁরা স্ট্রেট সেটে হারালেন ক্রিস্টিনা মাদেনোভিচ ও ড্যানিয়েল নেস্টর জুটিকে। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৩। সেই সঙ্গে এই ইভেন্টে ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন পূরণ করলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার আদ্রিয়ান পেজ।

রবিবার মেলবোর্ন পার্কে মাদেনোভিচ-নেস্টর জুটির বিরুদ্ধে খেলতে নামেন পেজ-হিঙ্গিস জুটি। শুরুতেই বেশ দাপট বজায় রাখেন পেজ। বেশ কয়েকটি ভাল সার্ভ করেই প্রথমে সেটেই ১-০-য় এগিয়ে যান তাঁরা। মাদেনোভিচ-নেস্টর জুটি যখন খাতা খোলেন তত ক্ষণে পেজ-হিঙ্গিস জুটি ৩-১ এগিয়ে যান। প্রথম সেটের মাঝে ইন্দো-সুইস দাপট থামালেও শেষ রক্ষা করতে পারেননি মাদেনোভিচরা। প্রথম সেট তাঁরা ৬-৪ ফলাফলে হারেন। দ্বিতীয় সেটে ম্যাচের রাশ ধরেন ফরাসি-কানাডীয় জুটি। কিন্তু তাঁরা বিশেষ সুবিধা করতে পারেননি। রুদ্ধশ্বাস সার্ভ আর রিটার্নে ওই সেটেও নিজেদের আধিপত্য কায়েম রাখেন পেজ ও মার্টিনা। ৬-৩ ফলাফলে দ্বিতীয় সেটটি জিতে নেন তাঁরা।

australian open mixed doubles leander paes hingis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy