অস্ত্র দেখিয়ে পরিবারের সবাইকে এক সঙ্গে বেঁধে বাড়ির সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। সোমবার রাতে আসানসোলের দক্ষিণ থানা এলাকার রামগুলাম সিংহ রোডের বাসিন্দা রাম অবতার লহিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত আড়াইটে নাগাদ ওই ব্যবসায়ীর বাড়ির পিছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে দশ জনের একটি দল। তাদের প্রত্যেকের হাতে ছুরি, ভোজালি এবং রিভলভার ছিল বলে লহিয়া পরিবারের তরফে অভিযোগ করা হয়। পরিবারের আট জনকে প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়, তার পরে চাদর দিয়ে বেঁধে ফেলে দুষ্কৃতীরা। এর পরে মাথায় রিভলভার ঠেকিয়ে জোর করে ওই ব্যবসায়ীর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। আলমারি ভেঙে টাকাপয়সা-গয়নাগাঁটি তো বটেই, এমনকী চম্পট দেওয়ার আগে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামও নিয়ে যায় তারা। প্রায় এক ঘণ্টা ধরে এই লুঠপাট চালানো হয়। দুষ্কৃতীরা চলে গিয়েছে বোঝার পর বাঁধন খুলে পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানানো হয়। ডাকাতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আসানসোল থানার পুলিশ।