Advertisement
E-Paper

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাভির

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ২০:২৭
ছবি: গেটি ইমেজেস।

ছবি: গেটি ইমেজেস।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন স্পেনের জাভি হার্নান্ডেজ। মঙ্গলবার বার্সেলোনায় এক সাংবাদিক সম্মেলনে অবসরের কথা ঘোষণা করেন তিনি।

ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিধারী এই ফুটবলার দেশের হয়ে ১৩৩টি ম্যাচ খেলেছেন। দু’বারের ইউরো কাপ জেতা ছাড়াও ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০ সালের ১৫ নভেম্বর মাত্র ২০ বছর বয়সে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন জাভি। ৩৪ বছরের এই সেন্ট্রাল মিডফিল্ডার দেশের জার্সিতে গোল করেছেন ১৩টি। সদ্যসমাপ্ত ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় নিলেও ২০০৮ থেকে বিশ্ব ফুটবলকে শাসন করেছে স্পেন। সেই বছরই ৪৪ বছর পরে প্রথম ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। মিডফিল্ডে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। সে বার টুর্নামেন্ট সেরার সম্মান পান জাভি।

ব্রাজিলে স্পেনের হতাশাজনক প্রদর্শনের পরেও জাভি এ দিন জাতীয় কোচ ভিনসেন্ট দেল বস্কির সমর্থনেই মুখ খোলেন। ২০১২-র ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর অবসরের কথা ভাবলেও মূলত দেল বস্কির কথায় স্পেনের হয়ে খেলা চালিয়ে যান বলে এ দিন জানান তিনি। ১৪ বছরের খেলোয়াড় জীবনে বার্সার হয়ে সাতটি লা লিগা খেতাব ছাড়াও ২০০০ সালে সিডনি অলিম্পিকে রুপো জয়ী দলের সদস্য ছিলেন জাভি।

xavi retired
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy