Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কবাডিতে ফের বিশ্বসেরার শিরোপা ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হকিতে হারের বদলা কবাডিতে নিল ভারত। গত ১৩ ডিসেম্বর ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামের দর্শকদের মুখের হাসি কেড়ে নিয়েছিল পাক হকি দল। এ বার সেই হাসি পঞ্জাবের ভাতিন্ডা-সহ গোটা দেশবাসীকে উপহার দিল ভারতের কবাডি দল। গত শুক্রবার ছিল কবাডি বিশ্বকাপের পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল। দুই বিভাগেই জয় ছিনিয়ে নেয় ভারত। এই নিয়ে পুরুষ বিভাগে পর পর পাঁচ বার এবং মহিলা বিভাগে পর পর চার বার কবাডি বিশ্বকাপ জিতল ভারত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৩
Share: Save:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হকিতে হারের বদলা কবাডিতে নিল ভারত। গত ১৩ ডিসেম্বর ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামের দর্শকদের মুখের হাসি কেড়ে নিয়েছিল পাক হকি দল। এ বার সেই হাসি পঞ্জাবের ভাতিন্ডা-সহ গোটা দেশবাসীকে উপহার দিল ভারতের কবাডি দল। গত শুক্রবার ছিল কবাডি বিশ্বকাপের পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল। দুই বিভাগেই জয় ছিনিয়ে নেয় ভারত। এই নিয়ে পুরুষ বিভাগে পর পর পাঁচ বার এবং মহিলা বিভাগে পর পর চার বার কবাডি বিশ্বকাপ জিতল ভারত।

পঞ্জাবের গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়ামে গত শুক্রবারে অনুষ্ঠিত হয় পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল খেলা। পুরুষ বিভাগে ছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এবং মহিলা বিভাগে ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই দিন পাকিস্তানকে ৪৫-৪২ পয়েন্টে হারিয়েছে ভারত। প্রতি বারের মতোই সে দিনও শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু সন্দীপ সিংহ, সন্দীপ লুড্ডর ও ইয়ারবিন্দর সিংহদের কাঁধে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে বাজিমাত করে ভারত। পাকিস্তানের সফিক-ইরফানরাও কড়া চ্যালেঞ্জ করেছিল ভারতকে। নিজেদের ঝুলিতে পয়েন্টও ভরছিল দ্রুত। এক সময় ভারতের থেকে চার পয়েন্টে এগিয়ে যায় পাকিস্তান। কিন্তু খেলার শেষ দু’মিনিটে চার পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তানকে পিছনে ফেলে দেয়। সেই সঙ্গে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েই ফের বিশ্ব সেরার শিরোপা নিজেদের দখলে রাখে ভারত। অন্য দিকে, ভারতের মহিলা দলও নিউজিল্যান্ডকে প্রথম থেকেই চাপে রেখেছিল। শেষ পর্যন্ত খেলার ফলাফল গড়ায় ৩৬-২৭।

চির-প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর পাক খেলোয়াড়রা নিজেদের কান্না ধরে রাখতে পারেননি। আয়োজকদের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্ব’-এর অভিযোগ তুলে ভারতে পুনরায় খেলতে না আসার কথা ঘোষণা করেছে পাক কবাডি দল। পঞ্জাবের উপমুখ্যমন্ত্রী ও আয়োজক কমিটির সদস্য সুখবীর বাদল বলেন, “খেলাতে কোনও অস্বচ্ছতা ছিল না। তবু বিষয়টি খতিয়ে দেখা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE