Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জাডেজার চোট, দলে এলেন অক্ষর

সিরিজের প্রথম দু’টি টেস্টে ছিলেন রিজার্ভ বেঞ্চে বসে। বাকি টেস্টগুলিতেও আর মাঠে নামা হল না রবীন্দ্র জাডেজার। কাঁধের চোটের জন্য অস্ট্রেলিয়ায় গোটা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন এই অলরাউন্ডার। আর তাঁর ‘দুর্দিনে’ শিকে ছিঁড়ল বাঁ-হাতি স্পিনার অক্ষর পটেলের। সোমবার ভারতীয় বোর্ডের তরফে জাডেজার বদলি হিসাবে অক্ষরের নাম ঘোষণা করা হয়। এ দিন এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, চোট সারাতে দেশে ফিরে আপাতত কিছু দিন রিহ্যাবে থাকবেন জাডেজা।

অক্ষর পটেল। ছবি: পিটিআই।

অক্ষর পটেল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ১৮:২৩
Share: Save:

সিরিজের প্রথম দু’টি টেস্টে ছিলেন রিজার্ভ বেঞ্চে বসে। বাকি টেস্টগুলিতেও আর মাঠে নামা হল না রবীন্দ্র জাডেজার। কাঁধের চোটের জন্য অস্ট্রেলিয়ায় গোটা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন এই অলরাউন্ডার। আর তাঁর ‘দুর্দিনে’ শিকে ছিঁড়ল বাঁ-হাতি স্পিনার অক্ষর পটেলের। সোমবার ভারতীয় বোর্ডের তরফে জাডেজার বদলি হিসাবে অক্ষরের নাম ঘোষণা করা হয়। এ দিন এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, চোট সারাতে দেশে ফিরে আপাতত কিছু দিন রিহ্যাবে থাকবেন জাডেজা।

জাডেজার চোটের ফলে প্রশ্ন উঠে গেল তাঁর ফিটনেস রিপোর্ট নিয়েও। জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজের আগে তাঁর চোট সারবে তো? প্রশ্ন ক্রিকেট মহলে। আর তার থেকে বড় প্রশ্নচিহ্ন উঠল আগামী বছরের আইসিসি বিশ্বকাপে তাঁর খেলার নিশ্চয়তা নিয়েও।

আইপিএলে ভাল প্রদর্শনের পরে চলতি বছরেই ভারতীয় ওয়ান ডে টিমে ডাক পান কুড়ি বছরের অক্ষর। অভিষেক সিরিজেই দুর্দান্ত ভাবে শুরু করেন তিনি। এর মধ্যে ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারসেরা ৪০-৩ ফিগার। পাঁচ ম্যাচের সেই সিরিজে মোট ১১টি উইকেট দখল করেন অক্ষর। এখনও পর্যন্ত ভারতের জার্সিতে ৯টি ওয়ান ডে ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি।

ভারতীয় টেস্ট দলে নির্বাচিত হয়ে অক্ষরের প্রথম প্রতিক্রিয়া, “পরের দু’টি টেস্টের জন্য ভারতীয় দলে ডাক পেয়ে আমি খুবই খুশি। অস্ট্রেলিয়ায় খেলার জন্য মুখিয়ে আছি।” মাত্র দু’মরসুম ঘরোয়া ক্রিকেট খেলার পর আচমকাই ভারতীয় টেস্ট দলের দরজা খুলে গেল তাঁর সামনে। এখন দেখার বিদেশের মাটিতে অক্ষর এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jadeja axar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE