জেলের ভিতরে খুন হলেন খাদিম কর্তা মামলায় দোষী সাব্যস্ত হরপ্রীত সিংহ ওরফে হ্যাপি সিংহ। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রেসিডেন্সি জেলের ২২ থেকে ৪৪ নম্বর সেল ব্লকে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে প্রতি দিনের মতো হ্যাপি যোগব্যায়াম করছিল। সেই সময় হঠাত্ নিজামুদ্দিন ওরফে নিজাম নামের এক বন্দি তাকে ইট দিয়ে আঘাত করে। জেল সূত্রের খবর, হ্যাপির মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে।
প্রথমে তাকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, হ্যাপিকে ২০০১ সালে দিল্লি পুলিশ একটি খুনের মামলায় গ্রেফতার করে। পরে খাদিম কর্তা অপহরণ মামলায় সিআইডি তাকে কলকাতায় নিয়ে আসে। ওই অপহরণের মামলায় হ্যাপির যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই ঘটনায় নিজামের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা শুরু করেছে।