এ বার ডিজেলের দরকে নিয়ন্ত্রণমুক্ত করল কেন্দ্রীয় সরকার। শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১০-এ কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার পেট্রোলের দামকে নিয়ন্ত্রণমুক্ত করেছিল। কিন্তু নীতিগত ভাবে রাজি হলেও ডিজেলের দামকে নিয়ন্ত্রণমুক্ত করতে পারেনি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পরে এই সিদ্ধান্ত নিল বিজেপি পরিচালিত এনডিএ সরকার। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে পরে তেল কোম্পানিগুলি বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে পেট্রোলের মতো ডিজেলের দামও নির্ধারণ করতে পারবে।
একই সঙ্গে কমছে ডিজেলের দামও। দিল্লির ক্ষেত্রে লিটার প্রতি তিন টাকা ৩৭ পয়সা দাম কমছে। অন্য রাজ্যে দাম কমা করের উপরে নির্ভর করছে। ২০১৩-র জানুয়ারিতে পেট্রোলের দামকে নিয়ন্ত্রণমুক্ত করার সময়েই প্রতি মাসে ডিজেলের দাম ৫০ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে চলতি বছরের সেপ্টেম্বরেই ডিজেলের দাম বাজারের দাম ছুঁয়ে ফেলে। কিন্তু এখনও বাজারের দাম থেকে কেরোসিন লিটার পিছু ৩১ টাকা ২২ পয়সা কমে বিক্রি করা হয়। গ্যাসে সিলিন্ডার পিছু ভর্তুকির পরিমাণ ৪০৪ টাকা ৬৪ পয়সা।