Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দিনহাটায় সিপিএমের দলীয় দফতরে আগুন

পোড়া পার্টি অফিস দেখছেন বিধায়ক অক্ষয় ঠাকুর। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

পোড়া পার্টি অফিস দেখছেন বিধায়ক অক্ষয় ঠাকুর। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৪ ১৭:৪১
Share: Save:

ভোটের আগে কোচবিহারে পুড়ল সিপিএমের পার্টি অফিস। শনিবার ভোরে কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে সিপিএমের লোকাল কমিটির অফিসে আগুন ধরে যায়। পার্টি অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখে দরজা ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভান দলের কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে অফিসের টেবিল চেয়ার-সহ অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে অভিযোগ সিপিএমের। তাঁদের অভিযোগ, কার্যালয়ের পিছনের দরজা ভেঙে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তারাপদ বর্মন বলেন, ‘‘পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরাই। এলাকায় আতঙ্ক তৈরির জন্য এই কাজ করেছে তৃণমূল।’’ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ঘটনার পিছনে তৃণমূলের কোনও হাত নেই। সিপিএম মিথ্যা অভিযোগ আনছে। হতাশা ঢাকতে তারা নিজেরাই দরজা ভেঙে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে বলেও অভিযোগ তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cpm party office dinhata fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE