অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার সকালে পাটুলির জে ব্লকের একটি ঝিল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম সুপ্রীতি সরকার (৭৫)। বাড়ি পাটুলির ঘোষ পাড়ায়।
পুলিশ সূত্রে খবর, স্বামী মারা যাওয়ার পর থেকে নিজের মেয়ের শ্বশুরবাড়িতেই থাকতেন সুপ্রীতিদেবী। বুধবার রাত থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানায় সুপ্রীতিদেবীর বাড়ির লোকজন। রাতে থানায় এসে নিখোঁজ ডায়েরিও করা হয়। এ দিন সকালে ওই ঝিলে তাঁর দেহ ভাসতে দেখে থানায় খবর দেন পরিবারের লোকজন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এটি আত্মহত্যার ঘটনা নয় বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।