Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন মোদী

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। জি-টোয়েন্টি দেশ গুলির শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী মাসেই ব্রিসবেনে যাবেন মোদী।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ১৫:৪৫
Share: Save:

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। জি-টোয়েন্টি দেশ গুলির শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী মাসেই ব্রিসবেনে যাবেন মোদী।

১৫ ও ১৬ নভেম্বর ব্রিসবেনে বসবে জি-টোয়েন্টি দেশের নেতাদের শীর্ষ বৈঠক। সেই সময়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টের বিশেষ যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও এই যৌথ অধিবেশনে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

তিন দশকের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এই অস্ট্রেলিয়া সফরকে স্বাগত জানিয়েছেন সে দেশের রাজনৈতিক নেতারা। সেই সঙ্গে তিনি হিন্দিতে ভাষণ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

পার্লামেন্টে মোদীর ভাষণ নিঃসন্দেহে একটি গর্বের ব্যাপার বলে মনে করেন তাসমানিয়া থেকে লেবার পার্টির সেনেটর লিজা সিংহ। তাঁর মতে ভারতের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে তুলে ধরতেই মোদী হিন্দিতে ভাষণ দিতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE