সারদা-কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদনের মামলা ছেড়ে দিল কলকাতা হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ। সোমবার হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি ঈশানচন্দ্র দাসের বেঞ্চ জানিয়ে দেয়, দুই বিচারপতির এক জন ব্যক্তিগত কারণে ওই মামলা শুনবেন না বলে ডিভিশন বেঞ্চ মামলাটি ছেড়ে দিচ্ছে। এর ফলে, মামলাটি এখন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের কার্যালয়ে যাবে। প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন, তিনি অন্য কোন ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠাবেন।
সারদা রিয়েলটি মামলায় গত ১২ ডিসেম্বর গ্রেফতার হন অভিযুক্ত মদনবাবু। এর পর তাঁর আইনজীবীদের মারফত আলিপুর আদালতে একাধিক বার জামিনের আবেদন জানান তিনি। প্রতি বারই সেই আবেদন খারিজ করে দেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। জামিনের আবেদন জানিয়ে মদনবাবু আলিপুরের জেলা জজ সমরেশপ্রসাদ চৌধুরীর আদালতেও আবেদন করেন। কিন্তু, সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়।
এর পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করেন মদন মিত্র। মামলাটি দ্রুত শুনানির জন্য ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণও করেন তাঁর আইনজীবীরা। এ দিন সেই শুনানি ছিল। কিন্তু, এ দিন আদালতে গিয়ে তাঁরা জানতে পারেন মন্ত্রীর জামিনের আবেদনের মামলাটি বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেলা দুটোয় মামলাটি সেখানে ওঠে। কিন্তু, বিচারপতি ঈশানচন্দ্র দাসকে পাশে বসিয়ে বিচারপতি অসীম রায় সিবিআই ও মদনবাবুর আইনজীবীদের জানিয়ে দেন, তাঁদের এক জনের ব্যক্তিগত কারণে ডিভিশন বেঞ্চ মামলাটি শুনবে না। তাঁদের বেঞ্চ মামলাটি ছেড়ে দিচ্ছে। কাজেই ফের পিছিয়ে গেল মদনবাবুর জামিনের আবেদন নিয়ে শুনানি।