Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় রাজি পাক সরকার

অবশেষে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হল পাকিস্তান সরকার। বিরোধীদের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য দু’টি কমিটিও গঠন করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার রবিবার বলেন, “পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং পাকিস্তান আওয়ামি তাহরিক-এর সমস্ত রকম ‘সাংবিধানিক’ দাবি বিবেচনা করতে রাজি পাক সরকার।” এ জন্য বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে দু’টি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

শরিফের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। সোমবার ইসলামাবাদে রয়টার্স-এর তোলা ছবি।

শরিফের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। সোমবার ইসলামাবাদে রয়টার্স-এর তোলা ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ১৬:০৯
Share: Save:

অবশেষে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হল পাকিস্তান সরকার। বিরোধীদের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য দু’টি কমিটিও গঠন করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার রবিবার বলেন, “পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং পাকিস্তান আওয়ামি তাহরিক-এর সমস্ত রকম ‘সাংবিধানিক’ দাবি বিবেচনা করতে রাজি পাক সরকার।” এ জন্য বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে দু’টি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি নেয় ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাহির-উল কাদরির নেতৃত্বে গত বৃহস্পতিবার থেকে সেই বিক্ষোভে সামিল হয় আর এক বিরোধী দল— পাকিস্তান আওয়ামি তাহরিক। শরিফের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেয় তারা। গত বছর পার্লামেন্ট নির্বাচনে ৩৪টি আসন দখল করে দেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে পিটিআই। ইমরানের দাবি, ওই নির্বাচনে রিগিং করে ক্ষমতায় এসেছেন শরিফ। শরিফের পদত্যাগের দাবিতে লাহৌর থেকে ইসলামাবাদ পর্যন্ত ‘আজাদি মার্চ’ শুরু করেন তিনি।

নিসারের ঘোষণায় বিক্ষোভকারীদের নৈতিক জয় হল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে আলোচনায় বসতে রাজি হলেও পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে পাক সরকার। অভ্যন্তরীণ মন্ত্রী বলেন, “বিরোধীরা যেখানে খুশি বিক্ষোভ প্রদর্শন করতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় নিরাপত্তাও দেওয়া হবে। তবে পার্লামেন্ট চত্বরে কখনই নয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pakistan agitation imran khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE