Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মালদহে রেললাইনে ফাটল

ফের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ট্রেনযাত্রীরা। লিলুয়ার পর এ বার মালদহের ইংরেজবাজার। রেল সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইংরেজবাজারের কৃষ্ণপল্লির কাছে সাবওয়ে গেটের কাছে রেললাইনে ফাটল ধরা পড়ে।

রেললাইনে ফাটল।

রেললাইনে ফাটল।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৭
Share: Save:

ফের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ট্রেনযাত্রীরা। লিলুয়ার পর এ বার মালদহের ইংরেজবাজার। রেল সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইংরেজবাজারের কৃষ্ণপল্লির কাছে সাবওয়ে গেটের কাছে রেললাইনে ফাটল ধরা পড়ে। হাওড়া থেকে পটনাগামী ইন্টারসিটি এক্সপ্রেস ওই লাইন দিয়ে যাওয়ার পরই স্থানীয় বাসিন্দারা ফাটলটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলকর্মীদের। তাঁরা এসে দ্রুত ফাটলটি মেরামত করেন। ওই লাইনের উপর দিয়েই বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাওয়ার কথা ছিল। ফাটলটি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলকর্মীরা জানিয়েছেন।

কী করে ফাটল ধরা পড়ল?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে কৃষ্ণপল্লির কাছে লাইনের উপর দিয়ে হাওড়া থেকে পটনাগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার পরেই একটি বিকট শব্দ হয়। আওয়াজ শুনে ছুটে আসেন কৃষ্ণপল্লির স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দেখেন ওই লাইনে বেশ চওড়া একটি ফাটল তৈরি হয়েছে। সে সময় আপ লাইন দিয়ে একটি মালগাড়ি আসছিল। স্থানীয়রাই সে সময় কাপড় নাড়িয়ে ওই মালগাড়িটিকে থামান। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় লাইনের ফাটল সারানো হয়। এতে রেল পরিষেবা আধ ঘণ্টার জন্য ব্যাহত হলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হয় বলে রেলের তরফে জানানো হয়েছে।

এ দিন সকালেই লিলুয়ার কাছে লাইনচ্যুত হয় দিল্লিগামী আপ পূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা। কয়েক জন যাত্রী আহত হলেও বড়সড় দুর্ঘটনার থেকে বেঁচে যায় ওই ট্রেনটি।

রবিবার মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rail train line crack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE