Advertisement
E-Paper

মইনের ‘গাজা বাঁচাও’ ব্যান্ডে নিষেধাজ্ঞা আইসিসি-র

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ১৯:০৮
গাজা বাঁচানোর ব্যান্ড পরে মইন আলি। সোমবার সাউদাম্পটনে এএফপি-র তোলা ছবি।

গাজা বাঁচানোর ব্যান্ড পরে মইন আলি। সোমবার সাউদাম্পটনে এএফপি-র তোলা ছবি।

গাজার বসবাসকারীদের সমর্থনে ‘রিস্টব্যান্ড’ পরে সাউদাম্পটন টেস্ট খেলতে পারবেন না ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি। মঙ্গলবার এই মর্মে মইনকে সতর্ক করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

সোমবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মইন দু’টি ‘রিস্টব্যান্ড’ পরে ব্যাটিং করেন। যাতে লেখা ছিল, ‘গাজাকে বাঁচান’ এবং ‘স্বাধীন হোক প্যালেস্তাইন’। চলতি বছরের গোড়ায় তিনি গাজা-ইস্যুতে অর্থ সংগ্রহও করেন। আইসিসি-র ১৯এফ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন ক্রিকেটাররা রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবিদ্বেষমূলক বার্তাবহনকারী পোশাক বা লোগো পরতে পারবেন না। আইসিসি-র মুখপাত্র জানান, ম্যাচ রেফারি মইনকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। মাঠের বাইরে তিনি তাঁর নিজস্ব মত প্রকাশ করতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন মইনকে এ ধরনের রিস্টব্যান্ড পরতে নিধেষ করা হয়েছে। এর আগে অবশ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি এই বিতর্কে এই বাঁ-হাতি ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়ে বলেছিল, তিনি কোনও অপরাধ করেননি।

moeen ali banned icc
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy