Advertisement
২৪ মে ২০২৪

যুবভারতীতে আইএসএলের বোধন

ভারতীয় ফুটবলের চালচিত্রে কতটা তফাত গড়বে আইএসএল? দেশীয় ফুটবলপ্রেমীদের সাম্প্রতিক আলোচনায় ঘুরেফিরে এসেছে এই জিজ্ঞাসা। বলিউডি এবং ক্রিকেটীয় তারকাদের মালিকানাধীন আটদলীয় টুর্নামেন্ট এ দেশে ফুটবলের ভোল সত্যিই পাল্টাতে পারে কি না, তা জানাবে সময়ই! তবে রবিবার জাঁকজমকের ঘূর্ণিঝড় যে যুবভারতীতে আছড়ে পড়ল, তাঁর সাক্ষী থাকলেন অগণিত ফুটবলপ্রেমী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: এএফপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৪ ১৯:১১
Share: Save:

ভারতীয় ফুটবলের চালচিত্রে কতটা তফাত গড়বে আইএসএল? দেশীয় ফুটবলপ্রেমীদের সাম্প্রতিক আলোচনায় ঘুরেফিরে এসেছে এই জিজ্ঞাসা। বলিউডি এবং ক্রিকেটীয় তারকাদের মালিকানাধীন আটদলীয় টুর্নামেন্ট এ দেশে ফুটবলের ভোল সত্যিই পাল্টাতে পারে কি না, তা জানাবে সময়ই! তবে রবিবার জাঁকজমকের ঘূর্ণিঝড় যে যুবভারতীতে আছড়ে পড়ল, তাঁর সাক্ষী থাকলেন অগণিত ফুটবলপ্রেমী।

উদ্বোধন উপলক্ষে এ দিন সকাল থেকেই শহরে হাজির হতে থাকেন একঝাঁক বলিউড তারকা-সহ দেশবিদেশের ফুটবলাররা। একে একে মহানগরে এসে পৌঁছন অমিতাভ ও অভিষেক বচ্চন, হৃত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়া, বরুন ধবন, রণবীর কপূর, পরিণীতি চোপড়া প্রমুখ। হাজির ছিলেন টুর্নামেন্টের চেয়ারপার্সন নীতা অম্বানী-সহ ফুটবল দলের মালিকেরাও। আইএসএল-এর সূচনার ঘোষণা বাংলা ভাষায় করে চমক দেন নীতা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবাসরীয় সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পরই সাতশো কোটির এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হয় মুম্বই সিটি এফসি এবং অ্যাটলেটিকো দে কলকাতা। তবে দীর্ঘ টানাপড়েন সত্ত্বেও এফএ-র নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি মুম্বইয়ের মার্কি প্লেয়ার নিকোলাস আনেলকা। আইকন ফুটবলারদের মধ্যে অ্যাটলেটিকোর হয়ে লুই গার্সিয়া খেললেও মুম্বইয়ের ফ্রেডরিক লিউনবার্গ এ দিনের ম্যাচে প্রথম একাদশের বাইরে ছিলেন। ২৮ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে ম্যাচ তথা টুর্নামেন্টের প্রথম গোলটি করেন ফিকরু লেমেনসা। এর পরে আরও দু’টি গোল করেন বোরিয়া ফার্নান্দেজ এবং আরনাল্ট লিবার্ট। প্রথম ম্যাচে মুম্বইকে ৩-০ হারিয়ে দুর্দান্ত ভাবে টুর্নামেন্ট শুরু করল সৌরভের দল। দশ সপ্তাহের এই টুর্নামেন্টের ফাইনাল আগামী ২০ ডিসেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE