Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজ্যে সোয়াইন ফ্লু-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার

সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়ে রবিবার রাজ্যে আরও এক জনের মৃত্যু হল। এই নিয়ে রাজ্যে মোট চার জনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ৬৩। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রবিবার সকালে বি সি রায় হাসপাতালে মুশির্দাবাদের ভগবানগোলার বাসিন্দা তরন্নুম নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক অবস্থায় ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৩
Share: Save:

সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়ে রবিবার রাজ্যে আরও এক জনের মৃত্যু হল। এই নিয়ে রাজ্যে মোট চার জনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ৬৩।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রবিবার সকালে বি সি রায় হাসপাতালে মুশির্দাবাদের ভগবানগোলার বাসিন্দা তরন্নুম নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক অবস্থায় ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

রাজ্যে সোয়াইন ফ্লু-এ আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে রোগ নিয়ে আতঙ্ক ও বিভ্রান্তি। কিন্তু তাতেও টনক নড়েনি রাজ্য স্বাস্থ্য কর্তাদের। চিকিৎসকদের একটা বড় অংশের ক্ষোভ, এ রাজ্য সোয়াইন ফ্লু নিয়ে সচেতনতা তৈরিতে নূন্যতম উদ্যোগী নয়। সোয়াইন ফ্লু কী ভাবে ছড়ায়, কী কী সাবধানতা নেওয়া উচিত সে সম্পর্কে স্বাস্থ্য দফতর বা পুরসভার পক্ষ থেকে কোনও পোস্টার, ব্যানার পর্যন্ত নেই। যার ফলে সামান্য গা গরম হলেও মানুষ অযথা আতঙ্কিত হয়ে হাসপাতালে এসে হাজির হচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata tarannum dead swine flu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE