Advertisement
০৭ মে ২০২৪

শরিফ হঠাও আন্দোলনে জেরবার পাকিস্তান

শরিফ হঠাও দাবি ক্রমশ জোরালো হচ্ছে পাকিস্তানে। স্বাধীনতা দিবসের দিনে লাহৌর থেকে ইসলামাবাদ পর্যন্ত সরকার-বিরোধী মিছিলের ডাক দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এবং পাকিস্তান আওয়ামি তাহরিক (পিএটি) নেতা মৌলবি তাহির-উল-কাদরি। হাজার হাজার সমর্থক নিয়ে সরকার বিরোধী মিছিল দু’টি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইসলামাবাদ। পনেরো মাসের শরিফ সরকারের কাছে এই বিক্ষোভ সামাল দেওয়াই আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ইসলামাবাদে তেহরিক-ই-ইনসাফের মিছিলে ইমরান। ছবি: এএফপি।

ইসলামাবাদে তেহরিক-ই-ইনসাফের মিছিলে ইমরান। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৪ ১৫:৪৪
Share: Save:

শরিফ হঠাও দাবি ক্রমশ জোরালো হচ্ছে পাকিস্তানে। স্বাধীনতা দিবসের দিনে লাহৌর থেকে ইসলামাবাদ পর্যন্ত সরকার-বিরোধী মিছিলের ডাক দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এবং পাকিস্তান আওয়ামি তাহরিক (পিএটি) নেতা মৌলবি তাহির-উল-কাদরি। হাজার হাজার সমর্থক নিয়ে সরকার বিরোধী মিছিল দু’টি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইসলামাবাদ। পনেরো মাসের শরিফ সরকারের কাছে এই বিক্ষোভ সামাল দেওয়াই আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গত বছরের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছিলেন ক্রিকেটার-অভিনেতা তথা তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো ইমরান খান। তাঁর সঙ্গে যোগ দেন কানাডা নিবাসী পাক মৌলবি তথা আওয়ামি তাহরিক নেতা তাহির-উল-কাদরি। পাকিস্তানের স্বাধীনতা দিবস থেকে আন্দোলন জোরদার করার জন্য এক সঙ্গে রাজধানী পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত নেন দুই নেতা। কিন্তু তাল কাটল পদযাত্রা শুরুর আগেই। মতের মিল না হওয়ায় দুই নেতা তাঁদের সমর্থকদের নিয়ে দু’টি ভিন্ন পথে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। টানা প্রায় ৪০ ঘণ্টা ধরে ৩০০ কিলোমিটার পথ পেরিয়ে ইসলামাবাদ পৌঁছয় বিশাল দু’টি মিছিল। রাজধানী পৌঁছে নওয়াজের পদত্যাগের দাবিতে শনিবার বিকেল ৩টে থেকে ধর্নায় বসেছেন ইমরান। তবে দীর্ঘ আন্দোলনের ক্লান্তিতে অসুস্থ দুই শিবিরের দুই শীর্ষ নেতা। জ্বরে ভুগছেন ইমরান। অন্য দিকে গলার ব্যথায় সমর্থকদের সামনে বক্তৃতাই দিতে পারেননি কাদরি। অসুস্থ ইমরান বলেন, “গণতন্ত্রের বিরোধিতা নয়, গণতন্ত্র রক্ষা করতেই এই আন্দোলন। শরিফ সরকারের পদত্যাগ এবং পুনর্নির্বাচন দিন ঘোষণা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলব্।” সূত্রের খবর, আন্দোলন থামাতে দুই নেতার সঙ্গেই সরকার আলোচনা শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

imran khan pakistan tehrik i insaf
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE