রানাঘাটের সাংসদ তথা আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার পড়েই চলেছে। বৃহস্পতিবার শান্তিপুর শহরের কাশ্যপাড়া মোড়, সাধারণ গ্রন্থাগারের কাছে একাধিক পোস্টার দেখা যায়। তাতে তাঁকে ‘আরএসএস বিজেপির কলঙ্ক’ বলে অভিহিত করে জানানো হয়েছে, এই প্রার্থীকে তাঁরা চান না। তার নীচে লেখা ‘বিজেপি নদিয়া দক্ষিণ’।
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় জগন্নাথের ফের প্রার্থী হওয়ার ঘোষণার পরেই কালীনারায়ণপুরে একাধিক পোস্টার দেখা গিয়েছিল। দিন কয়েক আগে কৃষ্ণগঞ্জ থানার তারকনগরে ফের এ রকম পোস্টার মেলে। এ দিন একাধিক পোস্টার সাঁটানো থাকতে দেখা যায়। জগন্নাথের দাবি, "গত নির্বাচনে আমি বিপুল ভোটে জিতেছি। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েও জিতেছিলাম। তৃণমূল তাই ভয় পেয়েছে। এই সব পোস্টার দিয়ে নোংরা রাজনীতি করছে।"
দক্ষিণ নদিয়ায় বিজেপির ঘরোয়া কোন্দল অবশ্য নতুন কিছু নয়। আগেও তা বার বার প্রকাশ্যে এসেছে। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর দাবি, "এই ধরনের রাজনীতি তৃণমূল করে না। বিজেপি নিজেদের ঝামেলা থামাতে পারছে না। তা চাপা দিতে এখন আমাদের মিথ্যা দোষারোপ করছে।"
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)