প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ঘুম নেই’ মন্তব্যের জবাব দিলেন ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। সম্প্রতি বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটকে ‘অহঙ্কারীদের জোট’ বলে মন্তব্য করে মোদী বলেন, তাঁর উন্নয়নের ঝড়ে ঘুম উড়ে গিয়েছে বিরোধীদের। উদয়নিধি এ দিন প্রচারে বেরিয়ে এই মন্তব্যেরই জবাব দেন। তিনি বলেন, “ঠিকই বলেছেন প্রধানমন্ত্রী। আমাদের ঘুম উড়ে গিয়েছে। তাঁকে ও তাঁর দলকে দিল্লির কুর্সি থেকে উচ্ছেদ না করা পর্যন্ত ঘুম আসবে না আমাদের। আপনাকে ঘরে না পাঠানো পর্যন্ত আমরা ঘুমোতে পারব না।”
এ দিন তিরুবনমলাই জেলায় লোকসভা ভোটের প্রচার করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি। তিনি বলেন, “২০১৪-য় গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৪৫০ টাকা। এখন সেটা ১২০০ টাকা। ভোটের মুখে ১০০ টাকা দাম কমিয়ে মোদী বিস্তর নাটক করছেন। আজ আমি বলে দিচ্ছি, ভোট মিটলেই সিলিন্ডারের দাম ফের ৫০০ টাকা বাড়ানোর পরিকল্পনা আছে এই সরকারের। তবে সে সুযোগ তাদের আমরা দেব না।”
তামিলনাড়ুর উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার কোনও সাহায্য করেনি, এই অভিযোগ করে উদয়নিধি বলেন, “সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরেও প্রধানমন্ত্রী এখানে আসেননি। রাজ্য সরকার ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে কেন্দ্রের কাছে সাহায্যের আজেরি জানিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও তিনি ওই দুর্যোগের জন্য রাজ্যকে দেননি। রাজ্যবাসী এর জবাব ভোটেই দেবেন।” স্ট্যালিন দাবি করেন, তামিলনাড়ু ও পন্ডিচেরি মিলিয়ে ৪০টি লোকসভা কেন্দ্রের সব ক’টিই জিতবে ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে। সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)