Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ অক্টোবর ২০২১ ই-পেপার

Bengal polls: ‘ডাকলে পাই, তাই তোমাকেই চাই’, পান্ডুয়ায় প্রচার সিপিএম প্রার্থী আমজাদ হুসেনের

নিজস্ব সংবাদদাতা
হুগলি ১৫ মার্চ ২০২১ ১৯:৪৭
পান্ডুয়ায় প্রচার সিপিএম প্রার্থী আমজাদ হুসেনের।

পান্ডুয়ায় প্রচার সিপিএম প্রার্থী আমজাদ হুসেনের।

পরিবর্তনের ঝড়ের মধ্যেও নিজের দুর্গ অটুট রেখেছিলেন হুগলির পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আমজাদ হুসেন। গোটা রাজ্যে লাল কমলেও পান্ডুয়ার মানুষ নিজেদের পছন্দ বদল করেননি। তাঁরা আস্থা রেখেছিলেন আমজাদের উপরেই। এ বারও সেই ভরসা পান্ডুয়ার মানুষের উপর রাখছেন আমজাদ। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তিনি।

২০১১ ও ২০১৬ বিধানসভা নির্বাচনেও জিতেছিলেন আমজাদ। এ বার জিতলে হ্যাটট্রিক হবে তাঁর। দল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরেই জোর কদমে প্রচার শুরু করেছেন আমজাদ। আর প্রচারে গিয়ে সাড়াও পাচ্ছেন তিনি।

Advertisement

সোমবার সকালে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন আমজাদ। সবার আশীর্বাদ নিচ্ছেন। আর জনতার মধ্যে স্লোগান উঠছে, ‘ডাকলে পাই, তাই তোমাকেই চাই’।

সিপিএমের আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। অন্যান্য সব কেন্দ্রে জোড়াফুলের প্রার্থীরা প্রচারে এগিয়ে থাকলেও পান্ডুয়াতে ছবিটা অন্য। সেখানে তৃণমূল প্রার্থীকে সে ভাবে প্রচারে দেখা যাচ্ছে না। তাই সেই সুযোগে নিজের প্রচার যতটা সম্ভব সেরে ফেলার চেষ্টা করছেন আমজাদ। হ্যাটট্রিকের লক্ষ্যেই নির্বাচনের ময়দানে নেমেছেন তিনি।

আরও পড়ুন

Advertisement