Advertisement
২১ মে ২০২৪

নারদ ফুটেজ কমিটির হাতে

নারদ ঘুষ কাণ্ডের অসম্পাদিত ফুটেজ কলকাতা হাইকোর্টের নিয়োগ করা তিন সদস্যের কমিটির হাতে তুলে দিলেন সংস্থার সিইও তথা সম্পাদক ম্যাথু স্যামুয়েল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০৪:১৪
Share: Save:

নারদ ঘুষ কাণ্ডের অসম্পাদিত ফুটেজ কলকাতা হাইকোর্টের নিয়োগ করা তিন সদস্যের কমিটির হাতে তুলে দিলেন সংস্থার সিইও তথা সম্পাদক ম্যাথু স্যামুয়েল।

আজ বিকেল পাঁচটায় দিল্লির বঙ্গভবনে আদালতের গড়ে দেওয়া তিন সদস্যের কমিটির হাতে ৬৪ গিগাবাইটের পেন ড্রাইভে অসম্পাদিত ভিডিও ফুটেজটি তুলে দেন স্যামুয়েল। এ ছাড়া তিনি যে আইফোন ফোর এস মডেলের ফোনে গোটা স্টিং অপারেশনটি ক্যামেরাবন্দি করেছিলেন, সেই ফোনটিও কমিটির হাতে তুলে দেওয়া হয়। কমিটির তিন সদস্য হাইকোর্টের রেজিস্ট্রার জয়ন্ত কোলে, রাজ্য পুলিশের আইজি অনিল কুমার ও সিবিআইয়ের কলকাতা শাখার পুলিশ সুপার নগেন্দ্র প্রসাদের হাতে ওই প্রমাণ তুলে দেন ম্যাথু। ম্যাথু বলেন, ‘‘আদালতের নির্দেশে গোটা পর্বটি ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। কমিটি জানিয়েছে ওই ভিডিওটি আগামিকাল হাইকোর্টের সামনে পেশ করা হবে। সম্ভবত তার পরেই সেটির সত্যতা বিচার করে দেখতে ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।’’

নারদ কাণ্ড ভোট বাজারে শাসক দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যদিও তৃণমূল শিবির শুরু থেকেই দাবি করে আসছিল, গোটা ভিডিওটি জাল। ভিডিওটি খাঁটি না জাল তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়। যার পরিপ্রেক্ষিতে ২২ মার্চ ওই ভিডিও আদালতে পেশ করার জন্য স্যামুয়েলকে নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতে স্যামুয়েল জানান, তাঁর নিজের ও ভিডিও ফুটেজের নিরাপত্তা নিয়ে হুমকি রয়েছে। তাই তিনি কলকাতা হাইকোর্টে ভিডিও পেশ করার পরিবর্তে তা দিল্লিতে করতে চান। সেই আর্জি মেনে নেয় আদালত।

পাশাপাশি, সাংসদের ঘুষ খাওয়ার বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করেছে লোকসভার নীতি কমিটি। লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বের কমিটি তৃণমূলের পাঁচ লোকসভা সদস্যকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে। এদের জবাবের অপেক্ষায় রয়েছে নীতি কমিটি। আজ সংসদের সচিবালয়ের কর্মীরা আডবাণীর বাড়িতে এসেছিলেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে কোনও ভাবেই আপোসে যেতে রাজি নন আডবাণী। এ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। নারদ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হওয়ার জন্য মুখিয়ে রয়েছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি। যদিও আডবাণী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করে এগোতে চান না। তিনি প্রথমে গোটা ভিডিওটি দেখবেন। তার পর সাংসদরা অভিযোগের প্রেক্ষিতে কী উত্তর দিয়েছেন তা খতিয়ে দেখতে চান। নীতি কমিটির বাকি সদস্যদের সঙ্গে আলোচনার করে পরবর্তী পদক্ষেপ করতে চান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 narada TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE