Advertisement
১০ মে ২০২৪
Brigade Rally of Kolkata

লোক কত হল? উত্তর দিল না সিপিএম, ‘ঐতিহাসিক’ দাবি নিয়ে কটাক্ষে তৃণমূল, বিজেপি

পুলিশের দেওয়া পরিসংখ্যান বলছে রবিবারের ব্রিগেড লাখ দুয়েক মানুষ ভিড় করেছিলেন।

বরিবার ব্রিগেডে জনসমাবেশ।

বরিবার ব্রিগেডে জনসমাবেশ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ০১:০৬
Share: Save:

ঐতিহাসিক ভিড় হয়েছে ব্রিগেডে, ফলাও করে বলছে বামেরা। তবে সেই ভিড়ে লোক কত? তার কোনও স্পষ্ট জবাব নেই বাম নেতাদের কাছে। সিপিএম নেতা রবীন দেব বলেছেন, ভিড় নিয়ে কোনও হিসেব নিকেশ করেননি তাঁরা। বিরাট জমায়েত করার ইচ্ছে ছিল। সফল হয়েছেন। বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁরা মানতে বাধ্য হয়েছেন করোনা পরিস্থিতির পর এত বড় সমাবেশ দেখেননি। যদিও বামেদের এই বিরাট আর ঐতিহাসিক জমায়েতের দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল, বিজেপি। পাল্টা দুই দলই জানিয়েছে, জমায়েত কাকে বলে, পরের ব্রিগেডে বাম-কংগ্রেস জোটকে দেখিয়ে দেবে তারা।

পুলিশের দেওয়া পরিসংখ্যান বলছে রবিবারের ব্রিগেড লাখ দুয়েক মানুষ ভিড় করেছিলেন। সংখ্যাটা নেহাৎ কম না হলেও বাম কংগ্রেস দুই দলের মিলিত সভার নিরিখে খুব বেশিও নয় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও বামেরা রবিবার শুরু থেকেই ব্রিগেডের ভিড়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন।

রবিবারের বাম-কংগ্রেস ব্রিগেডে মঞ্চে বক্তৃতা দিতে উঠেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘যাঁরা বামেদের দূরবিন দিয়ে দেখতে হয় বলেন, তাঁরা আজকের সমাবেশের খবর নিন।’’ ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক দাবি করে বিমান বলেন, ‘‘এই সমাবেশের পর এক দিকে থাকবে বিজেপি-তৃণমূল। অন্য দিকে থাকব আমরা সবাই।’’ পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও ভাষণের শুরুতেই বলেন, ‘‘এত বড় সভায় এই প্রথম বক্তৃতা দিচ্ছি’’। ভিড় নিয়ে বাম কংগ্রেসের এই ঢাক পেটানোকেই কটাক্ষ করেছে বিজেপি আর তৃণমূল।

তৃণমূলের মুখপাত্র ও মন্ত্রী তাপস রায় বলেন, ‘‘ওরা ব্রিগেড করেছে ঠিকই। কিন্তু, আমাদের শেষ ব্রিগেড সমাবেশ বোধ হয় দেখেনি। তাই ভিড় নিয়ে এত কথা বলছে।’’ তাপসের দাবি, তৃণমূল যখন ব্রিগেড সমাবেশ করে ‘‘তখন একটা ব্রিগেডের ভিড় অন্য ব্রিগেডকে ছাপিয়ে যায়।’’ জানিয়ে তাপসের চ্যালেঞ্জ, ‘‘ওরা অপেক্ষা করুক আমাদের ব্রিগেড যেদিন হবে আমরা দেখিয়ে দেব।’’

সিপিএমের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি তাঁর ভাষণে বলেছিলেন, ব্রিগেডের এই বিপুল সমাবেশ বোঝাচ্ছে, বাংলায় পরিবর্তন আনবে এই সংযুক্ত মোর্চা। এই দাবির পাল্টা বিজেপির জবাব, ‘‘কত কী ভিড় হল তাতে কী যায় আসে! যারা সভা ডেকেছিল তাদের সঙ্গে তো মানুষের কোনও সংযোগ নেই। ভিড় দেখিয়ে কী হবে।’’

আগামী রবিবার ব্রিগেডে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির কলকাতা জোনের আহ্বায়ক দেবজিৎ সরকার সেই প্রসঙ্গ টেনে বলেছেন, আসল ব্রিগেড সমাবেশ বাংলা দেখবে আগামী রবিবার। মোদীজি আসছেন। ওই সমাবেশ গোটা কলকাতার সমাবেশ হয়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE