Advertisement
১৬ এপ্রিল ২০২৪
TMC workers

Bengal Polls: বনগাঁয় বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে

ভোটের আগের দিন রাতে বুথ সাজানোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ করলেন তৃণমূলকর্মীরা।

আহত তৃণমূল কর্মী।

আহত তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০৮:৩৩
Share: Save:

ভোটের আগের দিন রাতে বুথ সাজানোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ করলেন তৃণমূলকর্মীরা। ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে।

তৃণমূলকর্মীদের অভিযোগ, ভোটের আগের দিন রাতে যখন পতাকা লাগিয়ে বুথ সাজাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের উপর লাঠিচার্জ করে।। বুধবার রাত ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর বুথ এলাকায়।

স্থানীয় তৃণমূলকর্মীদের দাবি, এই ঘটনায় তাপস দাস নামে তাদের এক কর্মী জখম হয়েছেন। তাঁর হাতে গুরুতর আঘাত লেগেছে। তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বনগাঁ ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি রাজু দে বলেছেন, ‘‘প্রত্যেক বছর আমরা ভোটের আগের দিন রাতে বুথ সাজাই। এ বারও সাজাচ্ছিলাম। হঠাৎই বিএসএফ জওয়ানরা এসে লাঠিপেটা করতে শুরু করে। ভয়ে সবাই পালিয়ে গেলে জওয়ানেরা বাড়ির ভঙিতর মধ্যে ঢুকে লাঠিচার্জ করেছে।’’ বাহিনীর তরফে অবশ্য এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jawan bongaon TMC workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE