Advertisement
০৪ মে ২০২৪
BJP

Bengal Polls 2021: মিছিলের অনুমতি না পেয়ে পথ অবরোধ রাজীবের

প্রার্থীর অভিযোগ, পুলিশের কাছে মিছিলের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি।

ধর্না: মিছিল করতে না পেরে রাস্তায় বসে পড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার, কোনা এক্সপ্রেসওয়ের উপরে। নিজস্ব চিত্র।

ধর্না: মিছিল করতে না পেরে রাস্তায় বসে পড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার, কোনা এক্সপ্রেসওয়ের উপরে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ০৬:০৩
Share: Save:

নিরাপত্তার কারণে ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায়ের মিছিল আটকে দিল পুলিশ। রবিবার বিকেলের এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়ায় হাওড়ার বাঁকড়ার খেজুরতলায়। মিছিল আটকে দেওয়ার প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মীরা।

প্রার্থীর অভিযোগ, পুলিশের কাছে মিছিলের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে ডোমজুড়ের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন দলের কেন্দ্রীয় নেতা শাহনাজ হোসেন। ঠিক ছিল, কোনা এক্সপ্রেসওয়ের কাছে খেজুরতলা থেকে বাঁকড়া অঞ্চলে যাবে ওই মিছিল। সেই মতোই দুপুরে খেজুরতলায় মিছিল নিয়ে আসতেই রাজীব ও শাহনাজ হোসেনকে আটকায় পুলিশ। জানিয়ে দেওয়া হয়, রাজীবের নিরাপত্তার কারণে বাঁকড়ার ভিতরে মিছিল করা যাবে না।

এ কথা শুনেই ক্ষুব্ধ হন রাজীব ও তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় নেতা-কর্মীরা। রাজীব ও শাহনাজ দু’জনেই কোনা এক্সপ্রেসওয়ের উপরে বসে পড়ে রাস্তা অবরোধ শুরু করে দেন। আধ ঘণ্টা অবরোধের পরে পুলিশ তাঁদের বুঝিয়ে তুলে দেয়। শাহনাজের দাবি, ‘‘আমরা দীর্ঘ ক্ষণ রাস্তা আটকে আইন ভাঙতে চাইনি। তাই অবরোধ তুলে দেওয়া হয়েছে।’’

এ দিন ঘটনাস্থলে দাঁড়িয়ে রাজীবের অভিযোগ, “পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়েছিলাম। শেষ মুহূর্তে ওরা বলে যে বাঁকড়ায় মিছিল করা যাবে না। আইনশৃঙ্খলার অজুহাত দিয়ে আমাকে বাঁকড়ায় ঢুকতে দেয়নি। অথচ তৃণমূলকে ওখানে প্রচার করতে দিচ্ছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। আসলে আমি বাঁকড়ায় প্রচার করলে তৃণমূলের হার নিশ্চিত। তাই আমাকে এ ভাবে আটকানো হল।” ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনাজ হোসেন বলেন, “আমি ছ’বার নির্বাচনে লড়েছি। তিন বার লোকসভার সদস্য হয়েছি। দেশ জুড়ে নানা জায়গায় নির্বাচনী প্রচার করেছি। কোথাও এমন পরিস্থিতি দেখিনি। কাশ্মীরেও আমাকে কেউ আটকায়নি।’’

এ দিকে এ দিনের পথ অবরোধের জেরে কোনা এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খায় কোনা ট্র্যাফিক গার্ড। হাওড়া সিটি পুলিশের এক কর্তা
বলেন, ‘‘প্রার্থী বাঁকড়ায় মিছিলের অনুমোদন চেয়েছিলেন। কিন্তু তিনি ওখানে গেলে আইনশৃঙ্খলার সমস্যা হত বলে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তা তাঁকে জানিয়েও
দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও উনি মিছিল করার চেষ্টা করেছিলেন। তাই আটকাতে হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE