Advertisement
০৪ মে ২০২৪
Nandigram

Bengal Polls: বাহিনী কই, প্রশ্ন নন্দীগ্রামে

কেশপুরে মারমুখী জনতার মধ্যে পড়ে গাড়ি ফেলেই পালাতে বাধ্য হন বিজেপি প্রার্থী প্রীতীশবাবু।

পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন মহিলারা।

পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন মহিলারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ০৫:৪৩
Share: Save:

তৃণমূলের হামলার মুখে পড়ে প্রাণ বাঁচাতে তিন কিলোমিটার দৌড়তে হয়েছে বিজেপি প্রার্থী প্রীতীশরঞ্জন কুঙারকে। বৃহস্পতিবার ভোটের দুপুরে সওয়া এক ঘণ্টা তিনি ‘নিখোঁজ’ ছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করে।

নন্দীগ্রামের বয়াল যদি এ দিনের ঘটনাবলির নিরিখে প্রথম হয়, তা হলে কেশপুরে বিজেপি প্রার্থীর উপরে হামলা নিঃসন্দেহে ‘রানার্স আপ’ হবে। বয়ালে গন্ডগোল বাধে দুপুরে। ভোট শুরুর আগেই নন্দীগ্রামের সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সাতেঙ্গাবাড়িতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে কেন্দ্রীয় বাহিনী মহম্মদপুরের বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে অভিযোগ ওঠে। রাজারামচকে গ্রেফতার হন তৃণমূলকর্মী। ময়নার বাকচায় বুথ দখল ছাড়াও চণ্ডীপুরে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর কনভয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

কেশপুরে মারমুখী জনতার মধ্যে পড়ে গাড়ি ফেলেই পালাতে বাধ্য হন বিজেপি প্রার্থী প্রীতীশবাবু। আধ ঘণ্টা পরে পৌঁছয় আধাসেনা। আমজনতার প্রশ্ন, এত ঘটা করে কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলা হল, বলা হল, বাহিনী থাকলেই নাকি নিশ্চিন্তে ভোট দেওয়া যাবে। তা হলে প্রার্থীকে পালাতে হল কেন? রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) আরিজ আফতাব বলেন, ‘‘কেশপুরে প্রার্থী-সহ কয়েক জন আহত হন। সংবাদমাধ্যমের উপরেও হামলা হয়। ১৪ জন মহিলা-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।’’

বুধবার রাতে কেশপুরে খুন হন তৃণমূলকর্মী উত্তম দোলুই (৩৭)। সিইও বলেন, ‘‘মাঝরাত বা ভোরে উত্তমের ‘শার্প ইনজুরির’ ঘটনা ঘটে। গ্রেফতার হয়েছে আট জন। নন্দীগ্রামে উদয়শঙ্কর দুবেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, আত্মহত্যা করেছেন।’’ তৃণমূল প্রার্থীর এজেন্ট হাবিবুর রহমান আক্রান্ত হন সোলিডিহায়। ভাঙচুর হয় গাড়ি। আহত হাবিবুরকে দেখতে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী শিউলি সাহা। তিনি বলেন, ‘‘বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বুথে ঢুকতে দেওয়া হয়নি আমাকেও।’’ আমনপুরের হিজলিতে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন শিউলিদেবী।

সকালেই অশান্তি শুরু হয় এখানে-ওখানে। পানিহাটে বোমাবাজি হয়েছে। গরগজপোতায় ভাঙচুর হয় বিজেপি প্রার্থীর এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি। বিজেপির এজেন্ট শাহানারা বেগমকে তৃণমূল মারধর করে বলে অভিযোগ। ণহারায় আক্রান্ত হন বিজেপি প্রার্থী-সহ দলের কয়েক জন কর্মী।

ঘাটালে কয়েকটি বুথে সিপিএম ও বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দাসপুরের একটি বুথে বিজেপি প্রার্থী প্রশান্ত বেরাকে তারা বার করে দেয় বলে অভিযোগ। ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ হয়। সবংয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ বাধে। বাঁকুড়ার বড়জোড়ায় পুলিশের ‘সাজে’ ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীও বিষ্ণুপুরে ভোটারদের প্রভাবিত করে, এক জনকে পেটায় ভট্টপাড়ায়। সোনামুখীর ফকিরডাঙায় একটি বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে দেয়নি তৃণমূল।

নন্দীগ্রামে প্রচুর আধাসেনা দেওয়া, ১৪৪ ধারা জারি করার কথা বলেছিল নির্বাচন কমিশন। কিন্তু এ দিনের গোলমাল তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বয়ালে দীর্ঘ ক্ষণ জমায়েত সরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বুধবারেও আধাসেনাকে সে-ভাবে টহল দিতে দেখা যায়নি। ময়নায় সাংবাদিকদের বুথে ঢুকতে বাধা দেয় তারা। হলদিয়ায় মহিলাদের লক্ষ্য করে কটূক্তির অভিযোগ উঠেছে জওয়ানদের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী সোহমের অভিযোগ, তাঁর হেনস্থার সময় বাহিনী নীরব ছিল। খড়্গপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে আধাসেনার বিরুদ্ধে। বাহিনীর বিরুদ্ধে সচিত্র পরিচয়পত্র দেখার অভিযোগ সম্পর্কে সিইও বলেন, ‘‘বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল। কমিশনের নির্দেশিকা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বাহিনীকে।’’ দক্ষিণ ২৪ পরগনায় গোলমাল না-হওয়ায় বাহিনীকে ধন্যবাদ দিয়েছে জনতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর উপরে কোনও রাগ নেই। অমিত শাহের উস্কানিতে বহিরাগতদের এনে গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। কমিশন এত কিছুর পরেও নীরব।’’

কমিশন কি সুষ্ঠু ভোট করাতে ব্যর্থ? সিইও-র জবাব, ‘‘কমিশন ব্যর্থ নয়। সব ব্যবস্থা হয়েছে। বিপুল বাহিনী ব্যবহৃত হচ্ছে। ভোটের পরে অশান্তি ঠেকাতেও বাহিনী থাকছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE