Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Anubrata Mondal

Bengal polls: ‘ঘরের ভিতরে ৪ জনে কি খেলা হয় না?’ কমিশনের পদক্ষেপে প্রতিক্রিয়া নজরবন্দি অনুব্রতর

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা বলেন, ‘‘অনুব্রত মণ্ডল বাইরে থাকলে পুলিশ প্রশাসন স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না।’’

বীরভূমে দলের কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি অনুব্রত।

বীরভূমে দলের কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি অনুব্রত। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৮:২৩
Share: Save:

নির্বাচন কমিশনের নির্দেশে ফের এক বার নজরবন্দি হলেও নির্লিপ্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। বরং স্বকীয় ভঙ্গিতেই তাঁর সপাট জবাব, ‘‘ঘরের ভিতরে চার জনে মিলে কি খেলা হয় না?’’

বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২৯ এপ্রিল শেষ দফায় ভোট বীরভূমে। তার আগে মঙ্গলবার অনুব্রতকে নজরবন্দি করার নির্দেশ জারি করেছে কমিশন। আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তিনি। কমিশনের এই পদক্ষেপ নিয়ে নিজস্ব ভঙ্গিতেই অনুব্রতর পাল্টা প্রশ্ন, ‘‘নজরবন্দি মানে কী? আমি যেখানেই যাব সেখানেই এক জন ম্যাজিস্ট্রেট থাকবে আর কয়েক জন সিআরপিএফ থাকবে। এই তো নজরবন্দি। আমাকে তো গৃহবন্দি করেনি!’’ কমিশনের নাম না করেই তিনি আরও বলছেন, ‘‘প্রত্যেক বার করে, এ বারও করেছে। আমি যখন বাড়ি থেকে বেরোব, পার্টি অফিসে যাব, আমার সঙ্গে সঙ্গে আসবে ক্ষতি কী আছে? খেলা কি বন্ধ হয় ? ঘরের ভিতরে চার জনে মিলে খেলা হয় না? খেলব মনে করলেই খেলা হবে।’’

অনুব্রতকে নজরবন্দি করা নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওঁর সেই গুণধর ভাই যা যা করেন, যা যা বলেন তাতে এর সম্ভাবনা আছে। এর আগেও নির্বাচন কমিশন করেছে। অনুব্রত মণ্ডল বাইরে থাকলে পুলিশ প্রশাসন স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE