ভোটের প্রচারে বাঁকুড়ায় এসে ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার ইন্দাসের বামনিয়ায় দলীয় সভায় যোগ দিতে এসেছিলেন তিনি। মঞ্চ থেকে লকেট বলেন, ‘‘এত দিন মানুষ যেত সরকারের দুয়ারে, আর তাঁদের সরিয়ে দেওয়া হত। এখন ভোটের ঠ্যালায় দুয়ারে সরকার এসেছে।’’
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ টেনে লকেটের কটাক্ষ, ‘‘এখন কালীঘাটের দুয়ারে সিবিআই।’’ তিনি বলেন, ‘‘কয়লা চুরির জন্য সিবিআই আমাদের দিদিমণির বৌমার কাছে গেছে। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আমাদের বাংলার বৌমারা কয়লা চোর? বলা হয়েছে ওঁর বৌমার কথা। তোমার ঘরের ঝামেলা তুমি সামলাও।’’
ইন্দাসের দীঘলগ্রাম পঞ্চায়েতের বামনিয়া এলাকার সভাটিতে এ দিন ছিলেন বিজেপির ইন্দাস বিধানসভার অবজার্ভার মীর নজরুল ইসলাম এবং ইন্দাস ২ মণ্ডলের সভাপতি গৌতম ধাড়া। সভায় লকেট অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের মধ্যে ঘরে ঘরে নলের জল পৌঁছাতে চাইলেও রাজ্যে সেই কাজ আটকে দেওয়া হচ্ছে। দুর্নীতি হয়েছে আমফান এবং করোনার সময়ে কেন্দ্রের পাঠানো ত্রাণ নিয়ে।