রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। রয়েছে বেশ কিছু শূন্যপদ। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে। যা শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে।
সংস্থায় জুনিয়র এগজ়িকিউটিভ (ফায়ার সার্ভিসেস), জুনিয়র এগজ়িকিউটিভ (হিউম্যান রিসোর্সেস) এবং জুনিয়র এগজ়িকিউটিভ (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ) পদে কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদের সংখ্যা ৮৩।
সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
আরও পড়ুন:
জুনিয়র এগজ়িকিউটিভ (ফায়ার সার্ভিসেস) পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফায়ার/ মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। অন্যান্য পদের জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের ক্ষেত্রে আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদগুলিতে এর পরে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), নথি যাচাইকরণ, শারীরিক পরিমাপের পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা এবং শারীরিক সহনশীলতার পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।