শিক্ষাকর্মী প্রয়োজন আলিয়া বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, কম্পোজ়িটর এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট আটটি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যচেলর অফ টেকনোলজি অথবা ব্যচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। প্রতি মাসে ৩৭,১০০ টাকা করে বেতন দেওয়া হবে। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতন জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমেপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমে অনলাইনে তথ্য পূরণ করতে হবে, এর পর আবেদনপত্র অফলাইনে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ায় শেষ দিন ১ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা দিলে, তা দিতে হবে ৪ ডিসেম্বরের মধ্যে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।